'নেড়া ছাদে নগ্ন শরীরে...' প্রাক্তনীদের 'বিস্ফোরক' ইঙ্গিত! স্বপ্নদীপের 'মৃত্যু' ঘিরে তোলপাড় বাংলা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Jadavpur Student Death Update: যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যু ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। উঠে আসছে একের পর এক নয়া তত্ত্ব। সেই রহস্যভেদেই তৎপর কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।
কলকাতা: যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যু ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। উঠে আসছে একের পর এক নয়া তত্ত্ব। সেই রহস্যভেদেই তৎপর কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। ঘটনার বিকেল থেকে ঘটনার আগের মুহূর্তের মধ্যেই লুকিয়ে রহস্য। আর সেই রহস্যের জাল খুলতেই চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশ সূত্রে তদন্তে উঠে এসেছে বেশ কিছু তথ্য। প্রশ্ন উঠেছে, সন্ধ্যার পর কি তিন তলায় দ্বিতীয় বার ইন্ট্রোড্রাকশনের পর্ব হয়েছিল স্বপ্নদীপের? সেখানেই কি মানসিক ও শারীরিক হেনস্থা হতে হয় তাঁকে? এইসব প্রশ্নের উত্তর জানতেই সৌরভ চৌধুরীকে জেরা করছে পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র সৌরভের মাধ্যমেই হস্টেলে এসেছিল স্বপ্নদীপ। সিনিয়রদের সঙ্গে স্বপ্নদীপের পরিচয় করিয়েছিল সৌরভ চৌধুরী। এই পরিচয়ের পরেও কেন আলাদাভাবে ইন্ট্রোর প্রয়োজনীয়তা কী ছিল? এসব প্রশ্নই জানতে চাওয়া হচ্ছে সৌরভকে। কেন বারান্দায় ছুটোছুটি করেছিলেন স্বপ্নদীপ? জানতে চাওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তরও।
তদন্তে উঠে এসেছে, একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করার চেষ্টা করেছিলেন স্বপ্নদীপ। কেন এমনটা করেন তিনি? জেরায় এই প্রশ্নের উত্তরও খুঁজতে চাইছে পুলিশ। প্রাণ বাঁচাতেই কি ঘর বন্ধ করার চেষ্টা করেছিলেন স্বপ্নদীপ? কে কে ছিলেন ওই দিন সন্ধ্যায় তিন তলায়? সৌরভ ছাড়াও আরও কয়েক জন পড়ুয়ার বয়ান রেকর্ড করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন : ডিম তো খাচ্ছেন রোজ রোজ! ডিমের সাদা অংশটার নাম কী বলুন দেখি? উত্তর খুঁজে হিমশিম ৯৯% মানুষ!
এদিকে এরইমধ্যে প্রাক্তনীদের একাংশের বিস্ফোরক বয়ান ঘিরে বাড়ছে জল্পনা। মেইন হোস্টেলের একটি ‘নেড়া ছাদ’ ঘিরে উঠে আসছে বিস্ফোরক অভিযোগ। প্রাক্তনীদের একাংশের দাবি, এই নেড়া ছাদেই কখনও বিবস্ত্র করে কখনও নামমাত্র পোশাকে চলত র্যাগিং। কখনও নগ্নদেহে প্যারেড কখনও বা নেচে দেখাতেও বলা হত বলে অভিযোগ। আর এই অভিযোগের আড়ালেই ভেসে আসছে প্রশ্ন তবে কি এমন কিছুই ঘটেছিল স্বপ্নদ্বীপের সঙ্গেও? কারণ প্রতিপক্ষদর্শীদের বয়ান বলছে সম্পূর্ণ নগ্ন অবস্থায় রক্তাক্ত স্বপ্নদীপকে হস্টেলের বিল্ডিঙের নীচে পড়ে থাকতে দেখা যায় স্বপ্নদীপকেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 5:45 PM IST