‘‘দফতরে তালা লাগিয়ে রাস্তায় নামুন’’ সরকারি কর্মচারীদের বড় বার্তা শুভেন্দু অধিকারীর
- Published by:Debalina Datta
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
অফিসে তালা লাগিয়ে রাস্তায় নামার। বলাবাহুল্য, সংবাদ সংস্থা সূত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর সামনে আসছে।
#কলকাতা: 'রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সমস্যা সমাধানের একমাত্র পথ তৃণমূল সরকারের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিতই থাকবেন। বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের বার্তা দিয়ে এও বলেন, ' ডিএ'র দাবিতে বিক্ষিপ্তভাবে আন্দোলন করে কোনও লাভ নেই।
স্বাস্থ্য দফতরের মতো জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত স্তরের রাজ্য সরকারি কর্মচারীদের বলব সব জায়গায় তালা লাগিয়ে রাস্তায় নামুন। বদলির ভয় পেলে চলবে না। সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ'র দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তা না হলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার বিস্তর ফারাক দিন দিন বেড়েই যাবে। বিজেপি ক্ষমতায় আসার ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু।
advertisement
আরও পড়ুন - Purba Bardhaman: রবিবার বরবাদ! বর্ধমান স্টেশন থেকে বাতিল সব লোকাল ট্রেন, সামনেও আছে দুর্ভোগ
advertisement
এবার সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতার বার্তা, অফিসে তালা লাগিয়ে রাস্তায় নামার। বলাবাহুল্য, সংবাদ সংস্থা সূত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর সামনে আসছে। ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৩৮ শতাংশ করে ডিএ দেওয়া হচ্ছে ৷ শীঘ্রই ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মোদি সরকারের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের অন্তর্গত হাউজ রেন্ট অ্যালাউন্সে সংশোধন করেছে ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মীদের আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে ৷ যার অর্থ মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে সরাসরি ৪২ শতাংশে পৌঁছে যাবে।
advertisement
কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা দিতে হবে। এই দাবিতে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছে বিরোধী শিবিরের সরকারি কর্মচারীদের একাংশ। দেশের সর্বোচ্চ আদালতেও বিচারাধীন রয়েছে ডিএ মামলা। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর আরও চড়াতে শুরু করেছে বিরোধীরা।
advertisement
Venkateshawr Lahiri
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 10:51 AM IST