'ওয়েট অ্যান্ড ওয়াচ...' কী হতে চলেছে 'ডিসেম্বরে'? তারিখ দাগিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর!
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARUP DUTTA
Last Updated:
Suvendu Adhikari: ফের একবার ডিসেম্বর হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়।
#কলকাতা: আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৫ টায় হতে চলেছে এই বৈঠক। ফীড দেবে সিএম এর বাড়ির সামনে একটি বাড়ি থেকে। এমনটাই সূত্রের খবর। তার আগেই ফের একবার ডিসেম্বর হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়।
ডিসেম্বরে কী হতে চলেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন তিন তারিখ। তিনি জানান, "ডিসেম্বরের ১২,১৪ এবং ২১ এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট এন্ড ওয়াচ।"
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী ১২ ডিসেম্বর হাজরা থেকে মিছিল করতে চলেছে বিজেপি। ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করতে চলেছে শুভেন্দু অধিকারী। আজই কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা সব FIR-এর উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে আপাতত হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ। তবে CBI তদন্ত করবে কি না পরে সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2022 7:28 PM IST