EXCLUSIVE: 'ধেড়ে ইঁদুর' থেকে 'ঢাকি বিসর্জন'...কোন প্রসঙ্গে? রহস্য 'ফাঁস' করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

EXCLUSIVE || Justice Abhijit Ganguly: 'মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন' মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে বৃহস্পতিবার এমনও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
#কলকাতা: সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন এমন সব মন্তব্য তাঁর আজ তা এজলাস শেষে কিছুটা হালকা মেজাজে খোলসা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
একটি মামলা শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "সেদিন ধেড়ে ইঁদুর বলেছি সুব্রতদার অর্থাৎ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা প্রসঙ্গে।" অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "উনি বুঝেছিলেন কেন বলেছি। এই পরিবেশে সেটায় অন্য মাত্রা যোগ হয়েছে।"
advertisement
advertisement
একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কথাটার মানে অন্যরকম হয়ে যাচ্ছে।" এখানেই শেষ নয়, তাঁর ঢাকি বিসর্জন মন্তব্য নিয়ে সম্প্রতি যে ঝড় ওঠে সে প্রসঙ্গেও এদিন মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব।" এরপরেই পর্ষদের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি যোগ করেন, "ওরা আমাকে বলতে বাধ্য করে।"
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে তিনি বলেন, চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।- সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার এমনও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: 'ধেড়ে ইঁদুর' থেকে 'ঢাকি বিসর্জন'...কোন প্রসঙ্গে? রহস্য 'ফাঁস' করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement