Suvendu Adhikari: সাগরদীঘির সভায় অভিষেকের 'বিস্ফোরক' চমক! হুগলিতে মুখ খুললেন শুভেন্দু অধিকারী! যা বললেন বিরোধী দলনেতা...

Last Updated:

Suvendu Adhikari: রবিবার সাগরদিঘির নির্বাচনী সভা থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাসের ছবি প্রকাশ করে আঁতাতের চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
কলকাতা: রবিবার সাগরদিঘির নির্বাচনী সভা থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাসের ছবি প্রকাশ করে আঁতাতের চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ছবি প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিষেককে নিশানা করে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হুগলি জেলার একটি দলীয় কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,'আমি বিরোধী দলের কর্মীদের বলব, আপনারা অভিষেকের সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ আর শাহিদ ইমাম, হুগলি জেলার তিনটে বড় চোর-ডাকাতের ছবি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন। ওর যদি দম থাকে তাহলে যে ছবিটা উনি দেখিয়েছেন সেই ছবিটা কত সালের, কোন তারিখের এবং কোথাকার সেটা আগে উনি প্রকাশ করুন'।
advertisement
advertisement
অভিষেককে নিশানা করে কটাক্ষের সুরে শুভেন্দু অধিকারী এও বলেন,'ও যখন প্রাইমারি স্কুলে পড়ত তখন থেকে আমি তৃণমূল কংগ্রেস করি। আমি ২১ বছর ওর পিসির পার্টির সঙ্গে ছিলাম। শুধু বাইরন বিশ্বাসই নয়, ওর পিসির সঙ্গেও আমার ৫ হাজার ছবি আছে। ওর সঙ্গেও আমার শতাধিক ছবি আছে। ও যতদিন তৃণমূল কংগ্রেস করছে তার থেকে আমি তিন গুন সময় বেশি  তৃণমূল কংগ্রেস করেছি'।
advertisement
পাশাপাশি যে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রচার করেছেন সেই ছবির সময়কালে বাইরণ বিশ্বাসের রাজনৈতিক অবস্থান কী ছিল কার্যত চ্যালেঞ্জের সুরে তাও প্রকাশের দাবি জানান শুভেন্দু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু অধিকারীর দাবি, 'ছবির পাশাপাশি মঞ্চ থেকে যে অডিও ক্লিপ উনি শুনিয়েছেন তা নিয়েও আমি একেবারেই বিচলিত নই'। ওই অডিও ক্লিপের সঙ্গে তিনি যে এখনও একমত তাও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুঝিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
প্রসঙ্গত, সাগরদিঘী উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী নাকি তলে তলে হাত মিলিয়েছেন বিজেপি-র সঙ্গে। তাই তাঁকে ভোট দেওয়ার অর্থই হল বিজেপির হাত শক্ত করা। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির সভা থেকে এমনই দাবি করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চে কিছুক্ষণের জন্য একটি নাটকীয় মুহূর্ত গড়ে তোলেন অভিষেক। সাগরদিঘি উপ নির্বাচনে এবার তৃণমূল প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। এদিন বক্তৃতার মাঝেই দেবাশিসবাবু এবং স্থানীয় আরেক নেতাকে একটি ব্যানার খুলে ধরতে অনুরোধ করেন অভিষেক। ব্যানার খুলতেই প্রথম যেটা চোখে পড়ে, তা হল একটা ছবি। ব্যানারের ছবিতে দেখা যায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রয়েছেন সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। এই ছবি দেখিয়ে অভিষেক অভিযোগ করেন, 'তৃণমূলকে হারাতে তলে তলে কংগ্রেসের সঙ্গে আঁতাত করেছে বিজেপি। যদিও সাগরদিঘীর সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিম্বা অডিও ক্লিপ প্রকাশ করা নিয়ে তিনি যে একেবারেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না তা একদিকে যেমন স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তাঁর দল বিজেপিরও বক্তব্যে একই সুর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: সাগরদীঘির সভায় অভিষেকের 'বিস্ফোরক' চমক! হুগলিতে মুখ খুললেন শুভেন্দু অধিকারী! যা বললেন বিরোধী দলনেতা...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement