Adenovirus Alert ||Cases in Kolkata: অ্যাডিনোভাইরাস নিয়ে তুমুল সতর্কতা! কলকাতায় আক্রান্ত শিশুর মৃত্যু! স্কুলে স্কুলে নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Adenovirus Alert ||Cases in Kolkata: রাজ্যজুড়ে এই অ্যাডিনোভাইরাসের দাপট ভয় বাড়াচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। তাতেই বাড়ছে আতঙ্ক। সচেতন স্বাস্থ্য দফতরও। জেলা ও শহরের স্কুলগুলিতে পাঠানো হচ্ছে সচেতনতামূলক নির্দেশিকা।
অ্যাডিনোভাইরাসের দাপট বাড়ছে রাজ্যে। ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত শিশুরা। বড়রাও রেহাই পাচ্ছেন না। অনেকেই প্রথমে মরশুমি জ্বর ভাবলেও আসলে এটি অ্যাডিনোভাইরাস। রাজ্যজুড়ে এই অ্যাডিনোভাইরাসের দাপট ভয় বাড়াচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। তাতেই বাড়ছে আতঙ্ক। সচেতন স্বাস্থ্য দফতরও। জেলা ও শহরের স্কুলগুলিতে পাঠানো হচ্ছে সচেতনতামূলক নির্দেশিকা।
advertisement
advertisement
advertisement
করোনার থেকে কোনও অংশে কম সংক্রামক নয় এই ভাইরাসের সংক্রমণ। সর্দি কাশি জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট, নিউমোনিয়া দেখা দিচ্ছে। ২ বছরের শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। বেশ কিছু ক্ষেত্রেই আইসিইউতে ভর্তি হচ্ছে শিশুরা। রাজ্যের অধিকাংশ শিশু হাসপাতালের আইসিইউতে শয্য পাওয়া যাচ্ছে না। এতটাই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে।
advertisement
advertisement
advertisement
advertisement
করোনা বিধির মতই সব কিছু মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতরও। সর্দি-কাশি-জ্বর হলে মাস্ক ব্যাবহার করতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে। জ্বর-শ্বাসকষ্ট বাড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। উপসর্গ অনুযায়ী চিকিৎসা করতে বলছেন চিকিৎসকরা। যদিও এর কোনও নির্দিষ্ট ওষুধ নেই। প্রতীকী ছবি।
advertisement
advertisement
প্রায় অধিকাংশ স্কুলেই এখন পরীক্ষা চলছে। সেক্ষেত্রে কী করণীয় শিক্ষক এবং অভিভাবকদের তা নিয়ে চিন্তা বেড়েছে। অ্যাডিনো ভাইরাসের দাপট দেখা গিয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলাতে। করোনার মতই সংক্রামক হওয়ায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের যতটা সম্ভব বাড়ির বাইরে বের না করার পরামর্শ দেওয়া হয়েছে সংক্রমণ এড়াতে। প্রতীকী ছবি।