Suvendu Adhikari in Delhi: মমতার আগেই তড়িঘড়ি দিল্লিতে শুভেন্দু, শাহের সঙ্গে সাক্ষাতের কারণ ঘিরে জল্পনা

Last Updated:

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ তুলে বেশ কিছুটা সময় ধরেই তৎপর শুভেন্দু৷

দিল্লি যাচ্ছেন শুভেন্দু৷
দিল্লি যাচ্ছেন শুভেন্দু৷
#কলকাতা: আগামিকাল, মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুধু অমিত শাহই নন, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করার কথা শুভেন্দুর৷ আজ রাতেই দিল্লি যাওয়ার কথা তাঁর৷
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি-র তৎপরতার মধ্যে শুভেন্দুর দিল্লি দরবার নিয়ে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও তাঁর দিল্লি যাত্রা কী উদ্দেশ্যে তা এখনও স্পষ্ট করে বলেননি বিরোধী দলনেতা৷
ঘটনাচক্রে আগামী ৩ অগাস্ট দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করার কথা তাঁর৷ ঠিক আগেই তড়়িঘড়ি দিল্লি সফরে বিরোধী দলনেতা৷
advertisement
advertisement
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দিল্লিতে গিয়ে ফের একবার বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বকেয়া অর্থের দাবিতে সরব হবেন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর কাছেও সেই দাবি জানাবেন তিনি৷ কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছে বাংলা, পঞ্চায়েত ভোটের আগে এই দাবিতে সরব হবেন মুখ্যমন্ত্রী, তা একরম নিশ্চিত৷
advertisement
মুখ্যমন্ত্রী যতই রাজ্যকে বঞ্চনার দাবিতে সরব হোন না কেন, প্রধানমন্ত্রী যাতে মুখ্যমন্ত্রীর এই দাবির সামনে নরম না হন, সম্ভবত সেই বার্তা নিয়েই শুভেন্দু অমিত শাহ এবং জে পি নাড্ডার কাছে সওয়াল করতে পারেন বলে মনে করা হচ্ছে৷
advertisement
কারণ, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ তুলে বেশ কিছুটা সময় ধরেই তৎপর শুভেন্দু৷ কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল সহ বিভিন্ন অভিযোগে রাজ্যের প্রাপ্য বরাদ্দ বন্ধ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠিও দিয়েছেন তিনি৷ যার জেরে 'বাংলার বাড়ি' সহ বেশ কিছু প্রকল্পে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার৷ যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামাঞ্চলে রাজ্য সরকার এবং শাসক দলকে যথেষ্টই চাপে ফেলা যাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ মুখ্যমন্ত্রীর সফরেও যাতে পরিস্থিতির বদল না ঘটে, তা নিশ্চিত করতেই শুভেন্দুর তড়িঘড়ি দিল্লি যাত্রা কি না তা নিয়ে রাজ্য বিজেপি-র অন্দরেও চর্চা শুরু হয়েছে ৷
advertisement
কয়েকদিন আগেই ঝটিকা সফরে মুম্বাই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ তাঁর মুম্বাই সফর নিয়েও একই ভাবে জল্পনা ছড়িয়েছিল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari in Delhi: মমতার আগেই তড়িঘড়ি দিল্লিতে শুভেন্দু, শাহের সঙ্গে সাক্ষাতের কারণ ঘিরে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement