Mamata Banerjee: 'দল, মন্ত্রিসভাকে অসম্মান করবেন না!' পার্থ কাণ্ডের মধ্যেই মন্ত্রীদের বললেন মমতা

Last Updated:

এই পরিস্থিতিতে সরকারের ভাবমূর্তি উদ্ধার করতে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা জোরালো হয়েছিল৷

মন্ত্রীদের কড়া বার্তা মমতার৷
মন্ত্রীদের কড়া বার্তা মমতার৷
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, এ দিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের শেষে সতীর্থদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'দল এবং মন্ত্রিসভার অসম্মান হয় এমন কাজ কেউ করবেন না৷'
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির জেরে রাজ্য সরকারকেও চাপের মুখে পড়তে হয়েছে৷ সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলার সুযোগ পেয়ে গিয়েছেন বিরোধীরা৷
advertisement
এই পরিস্থিতিতে সরকারের ভাবমূর্তি উদ্ধার করতে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা জোরালো হয়েছিল৷ এ দিন মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল করা হবে৷ মন্ত্রিসভার চার-পাঁচজন সদস্যকে বাদ দিয়ে পাঁচ থেকে ছ' জন নতুন মুখকে জায়গা দেওয়া হবে৷
advertisement
এ দিন মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যে সাতটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়৷ সূত্রের খবর, বৈঠকের শেষ দিকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'দলকেও অসম্মান করবেন না, সরকারকেও অসম্মান করবেন না৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'দল, মন্ত্রিসভাকে অসম্মান করবেন না!' পার্থ কাণ্ডের মধ্যেই মন্ত্রীদের বললেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement