ভিআইপি গাড়িতে অস্ত্র-টাকা পাচার? নজরদারি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর, মমতাকে সমর্থন করে বড় দাবি করে বসলেন শুভেন্দু !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
মুখ্যমন্ত্রীর নির্দেশকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই নজরদারির আওতার মধ্যে রাখার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চাপান-উতোর শুরু হয়েছে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- রাজ্যে ভিআইপি-দের গাড়িতে কি অস্ত্র পাচার হচ্ছে? টাকা আদান-প্রদান হচ্ছে? প্রশাসনিক বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিলেন, নাকা চেকিং বাড়াতে। এক কথায় মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়েই পাল্টা মুখ্যমন্ত্রীর কনভয়ও যেন নজরদারির আওতায় থাকে সেই দাবিই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শহিদ স্মরণ কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দুর কথায়, ‘‘একবার নয়, ১০০ বার চেকিং করতে পারে। এবং শুধু চেকিং করাই নয়, ভিডিওগ্রাফি করে চেকিং করতে হবে। আর অবশ্যই এই নজরদারি প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীকেও রাখতে হবে। নাকা চেকিং চালু হলে নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ উনিও (মুখ্যমন্ত্রী) তো ভিআইপি।’’
advertisement
advertisement
বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন আশঙ্কা প্রকাশ করলেন, ‘‘ডিসেম্বরে ওরা কমিউনাল যুদ্ধ লাগাবে। এছাড়া ওদের কোনও রাস্তা নেই। কর্ণাটকে ইতিমধ্যেই ওরা লাগিয়েছে। এগুলো নজর রাখতে হবে। শান্তির পথ আমাদের পথ। শান্তির পথ ধরে রাখতে হবে।’’ তেমনই প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বললেন, ‘‘ভিআইপি'দের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয়। ভিআইপি'দের স্পেশাল প্রটোকশনের নাম করে কালো কালো বসনে, একটু জায়গা দাও মা, গুন্ডামি করে আসি। এটা যেন না হয় দেখতে হবে।’’
advertisement
প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘অনেকে অস্ত্র ও নোট ক্যারি করে এ সবের সুযোগ নিয়ে। আমাদের লোকেরা করে না। অন্য চক্রান্তকারীরা করে। ছোট ঘটনায় সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করবে ৷ তোমাদের জেলায় কিছু কিছু কমিউনাল সংগঠন আছে ৷ ওখানে NIA-ও ঢুকেছে এইসব করার জন্যে।’’ বিজেপির নাম না করে মমতা বলেন, ‘‘এটা একটা প্ল্যানিং আছে ওদের ৷ এই প্ল্যানিং ভেস্তে দিতে হবে ৷ এটা চ্যালেঞ্জ আমাদের ৷ নাকা চেকিং বাড়াতে হবে। চক্রান্তকারীরা এসব করে।’’ মুখ্যমন্ত্রীর মুখে 'ভিআইপি'দের গাড়িতে অস্ত্র ও টাকা আমদানি'র আশঙ্কায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই নজরদারির আওতার মধ্যে রাখার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চাপান-উতোর শুরু হয়েছে।
advertisement
বিজেপিতে যোগদান করার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দাবি বা বক্তব্যকেই সমর্থন করেননি শুভেন্দু। সব ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতা করতে দেখা যায় শুভেন্দুকে। তবে এই প্রথম চেকিং ইস্যুতে মমতাকে সমর্থন করলেন শুভেন্দুর। তাঁর বক্তব্য, ‘‘ আমাদের গাড়ি কিংবা কনভয় চেকিং করার ক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই। তবে পুলিশকে মুখ্যমন্ত্রীর গাড়ি অথবা কনভয়ও নজরদারির আওতায় আনতে হবে। কেন না নিয়ম সবার ক্ষেত্রেই এক হওয়া উচিত।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 7:02 AM IST