Virat Kohli: টি২০ বিশ্বকাপে ফের বিরাট মাইলস্টোন ! কিন্তু ট্রফি জয় এবারও হল না

Last Updated:

এর আগেও ২০১৪ এবং ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে দেখা যায় কোহলিকে ৷ কিন্তু ওই দু’বছরও ভারত ট্রফি জিততে পারেনি ৷

Photo Courtesy: ICC/Twitter
Photo Courtesy: ICC/Twitter
অ্যাডিলেড: তিনি মাঠে নামলেই যেন রেকর্ড ৷ বৃহস্পতিবার দল হারলেও দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করলেন ৷ সেই সঙ্গে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিরাট কোহলি ৷ পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্যায়ে এখনও পর্যন্ত সর্বাধিক পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। সব মিলিয়ে এবারের টি২০ বিশ্বকাপে ২৯৬ রান করলেন কোহলি ৷ গড় ৯৮.৬ ৷ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করলেন তিনি ৷ কিন্তু এবারও ট্রফি জয় আর হল না ৷ সেমিফাইনালেই থামতে হল টিম ইন্ডিয়াকে ৷
এর আগেও ২০১৪ এবং ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে দেখা যায় কোহলিকে ৷ কিন্তু ওই দু’বছরও ভারত ট্রফি জিততে পারেনি ৷
advertisement
advertisement
২০১৪ - কোহলি করেন ৩১৯ রান ( ভারত হারে ফাইনালে)
২০১৬- কোহলি করেন ২৭৩ রান (ভারত হারে সেমিফাইনালে)
২০২২- কোহলির মোট রান ২৯৬ (ভারতের হার সেমিফাইনালে)
এই তিনটি টি২০ বিশ্বকাপেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল বিরাটকে ৷ কিন্তু তিনি নিজে রান পেলেও ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছেও ফের একবার খালি হাতেই ফিরতে হচ্ছে কোহলি এবং টিম ইন্ডিয়াকে ৷
advertisement
এই বিশ্বকাপে বাউন্ডারি হাঁকানোর নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপে ১০০টি চার মারার মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের দখলে। ৩১টি ইনিংসে ১১১টি বাউন্ডারি মেরেছেন জয়বর্ধনে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: টি২০ বিশ্বকাপে ফের বিরাট মাইলস্টোন ! কিন্তু ট্রফি জয় এবারও হল না
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement