Virat Kohli: টি২০ বিশ্বকাপে ফের বিরাট মাইলস্টোন ! কিন্তু ট্রফি জয় এবারও হল না
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এর আগেও ২০১৪ এবং ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে দেখা যায় কোহলিকে ৷ কিন্তু ওই দু’বছরও ভারত ট্রফি জিততে পারেনি ৷
অ্যাডিলেড: তিনি মাঠে নামলেই যেন রেকর্ড ৷ বৃহস্পতিবার দল হারলেও দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করলেন ৷ সেই সঙ্গে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিরাট কোহলি ৷ পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্যায়ে এখনও পর্যন্ত সর্বাধিক পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। সব মিলিয়ে এবারের টি২০ বিশ্বকাপে ২৯৬ রান করলেন কোহলি ৷ গড় ৯৮.৬ ৷ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করলেন তিনি ৷ কিন্তু এবারও ট্রফি জয় আর হল না ৷ সেমিফাইনালেই থামতে হল টিম ইন্ডিয়াকে ৷
এর আগেও ২০১৪ এবং ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে দেখা যায় কোহলিকে ৷ কিন্তু ওই দু’বছরও ভারত ট্রফি জিততে পারেনি ৷
Hales dispatches it!
Iconic moments like this from every game will be available as officially licensed ICC digital collectibles with @0xFanCraze. Visit https://t.co/8TpUHbQQaa today to see if this could be a Crictos of the Game. pic.twitter.com/DdvmFIXf8E — ICC (@ICC) November 10, 2022
advertisement
advertisement
২০১৪ - কোহলি করেন ৩১৯ রান ( ভারত হারে ফাইনালে)
২০১৬- কোহলি করেন ২৭৩ রান (ভারত হারে সেমিফাইনালে)
২০২২- কোহলির মোট রান ২৯৬ (ভারতের হার সেমিফাইনালে)
এই তিনটি টি২০ বিশ্বকাপেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল বিরাটকে ৷ কিন্তু তিনি নিজে রান পেলেও ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছেও ফের একবার খালি হাতেই ফিরতে হচ্ছে কোহলি এবং টিম ইন্ডিয়াকে ৷
advertisement
এই বিশ্বকাপে বাউন্ডারি হাঁকানোর নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপে ১০০টি চার মারার মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের দখলে। ৩১টি ইনিংসে ১১১টি বাউন্ডারি মেরেছেন জয়বর্ধনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 6:25 PM IST