Suvendu Adhikari-Udayan Guha: ‘মমতা-অভিষেকের গুড বুকে থাকতেই বাবাকে 'চোর' মন্তব্য উদয়নের...’ তোপ শুভেন্দু অধিকারীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শুভেন্দুর কথায়, ‘‘রাজনীতি অনেক পরের বিষয়। যারা আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন সেই পিতা মাতারা হচ্ছেন মহাগুরু। তাঁদের সম্পর্কে যেভাবে উদয়ন গুহ মন্তব্য করলেন তা ক্ষমার অযোগ্য।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘পিতৃদেব হচ্ছেন মহাগুরু। কিন্তু মমতা- অভিষেকের কাছে ভাল হওয়ার জন্য নিজের স্বর্গীয় পিতৃদেবকেও চোর বলে চিহ্নিত করছেন ছেলে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।’’ বাম আমলের মন্ত্রী কমল গুহ প্রসঙ্গে তাঁর ছেলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহর নজিরবিহীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঠিক এই ভাষাতেই মুখ খুলে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর কথায়, ‘‘রাজনীতি অনেক পরের বিষয়। যারা আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন সেই পিতা মাতারা হচ্ছেন মহাগুরু। তাঁদের সম্পর্কে যেভাবে উদয়ন গুহ মন্তব্য করলেন তা ক্ষমার অযোগ্য। আমার বাবাকে নিয়ে কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করলে আমি সব সময়ই তার প্রতিবাদ করি। আর সেখানে উদয়ন গুহ নিজের বাবাকেও চোর আখ্যা দিলেন।’’ নিজের রাজনৈতিক উত্থান, মন্ত্রিত্ব বাঁচানো, দাদাগিরি করা, অপকর্মের ছাড়পত্র নেওয়া আর মমতা-অভিষেকের গুড বুকে থাকতেই উনি (উদয়ন গুহ) বাবাকেও চোর বলে চিৎকার করছেন। এটাই তৃণমূলের নতুন সংস্কৃতি বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
কমল গুহ সম্পর্কে তাঁর ছেলে উদয়ন গুহর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিভিন্ন শিবির। কমল গুহর দল ফরওয়ার্ড ব্লক নেতৃত্বও উদয়ন গুহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া বিবৃতি দিয়েছেন । বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে বাবার গায়েও কালি ছেটান তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রয়াত বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উদয়ন গুহ। বলেন, ‘‘মন্ত্রী থাকাকালীন বাবা অনেককে চাকরি দিয়েছিলেন। দলের স্বার্থে তো বাবা অনেককে চাকরি দিয়েছেন৷ সেই চাকরি দিতে গিয়ে অনেক সময় অনেক যোগ্য প্রার্থীদেরও বাবা বঞ্চিত করেছেন৷ যেহেতু দলের লোককে চাকরি দিতে হবে৷’’ উদয়ন গুহর এই মন্তব্য নিয়ে চাপানউতোর তুঙ্গে। মুখ খুললেন এবার বিরোধী দলনেতাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 7:10 AM IST