হোম /খবর /কলকাতা /
বড় চমক বিজেপির! পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেভাগেই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা

BJP in West Bengal: বড় চমক বিজেপির! পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেভাগেই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা পদ্ম শিবিরের

নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা, পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত বঙ্গ বিজেপির

নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা, পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত বঙ্গ বিজেপির

BJP Candidate in Nandigram for Panchayat Election: শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত ভোটের প্রার্থী ঘোষণা করল বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেভাগেই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করে দিল পদ্ম শিবির।

  • Share this:

কলকাতা: পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল বিজেপির রাজ্য কমিটি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জেলা নেতৃত্বের তরফে কারা দলের প্রার্থী হবেন, সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল রবিবার। ধীরে ধীরে অন্যান্য জায়গাতেও একই পথে হাঁটতে চলেছে বঙ্গ পদ্ম শিবির।

শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত ভোটের প্রার্থী ঘোষণা করল বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেভাগেই নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করে দিল পদ্ম শিবির।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করাই শুধু নয়, বিজেপি সূত্রে খবর, প্রচারও জোরকদমে শুরু করে দিতে চাইছে তারা। পঞ্চায়েত ভোটের এখনও দিন ঘোষণা হয়নি। তার আগেই শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রামে ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি। ঘোষণা করে দিল পঞ্চায়েতে প্রার্থীদের নাম। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন- ১২ বছর পরে দেবগুরু বৃহস্পতি ফিরছেন মেষে, ১২টি রাশির উপরে এর কী প্রভাব পড়তে চলেছে? জানুন

নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত।এই হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসন। এর ১৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এই এলাকায় তিনটি পঞ্চায়েত সমিতির আসনেও প্রার্থীর  নাম ঘোষণা করল গেরুয়া‍ শিবির।

অনেকেরই প্রশ্ন, এখনও তো পঞ্চায়েত ভোটের নির্ঘণ্টই ঘোষণা হয়নি। তার আগেই কেন নন্দীগ্রামে পঞ্চায়েতে প্রার্থী ঘোষণা করল বিজেপি? বিজেপির মতো দলে প্রায় সব কিছুই কেন্দ্রীয় ভাবে হয়। তা হলে নন্দীগ্রামে কেন আগেভাগে প্রার্থী ঘোষণা? অন্য জায়গাতেও কি একইভাবে প্রার্থী ঘোষণা করবে বিজেপি? এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের মধ্যে আলোচনা ক্রমেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী তালিকা জেলা স্তর থেকেই প্রকাশ করা হবে। পঞ্চায়েত ভোটে বিজেপির কারা প্রার্থী হবেন সেই নাম আসা শুরু হয়ে গেছে। আমরা সব দিক খতিয়ে দেখেই পর্যায়ক্রমে প্রার্থী তালিকা ঘোষণা করবে জেলা নেতৃত্ব ৷ ’’

আরও পড়ুন- রাষ্ট্রপতি হওয়ার পর রাজ্যে প্রথম আসছেন দ্রৌপদী মুর্মু,রয়েছে ঠাসা কর্মসূচি

নন্দীগ্রামে কারা হবেন বিজেপি প্রার্থী, সেই নাম ঘোষণা করে দিল বিজেপি। এতেই নতুন করে ভোটের আগে সরগরম নন্দীগ্রাম। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়, ‘‘শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতেই এই কৌশল।’’ বলা বাহুল্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেরে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সেভাবে রাজনৈতিক কর্মসূচি দীর্ঘদিন পালন করতে পারেনি কেউই। শুধুমাত্র সাংগঠনিক বৈঠক করেই দলীয় রণকৌশল ঠিক করছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার মূলত শাসকদলের দুর্নীতি ও একাধিক ইসুকে হাতিয়ার করে ফের প্রচার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামছে পদ্ম শিবির। আগামী ২৮ মার্চ কলকাতার রাজপথে কৃষক আন্দোলন দিয়েই সেই আন্দোলনের সূচনা করতে চলেছে গেরুয়া শিবির।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bengal BJP, Nandigram, Panchayat Election 2023, West Bengal BJP