আর বেশি দিন নেই। এপ্রিল মাসের শেষে, সঠিকভাবে বললে, ২২ এপ্রিল, ২০২৩ তারিখে সকাল ৬টা বেজে ১২ মিনিটে মেষ রাশিতে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। ১২ বছর পরে তিনি আবার ফিরছেন মেষে। ১২টি রাশির উপরে এর কেমন প্রভাব পড়তে পারে, তা ব্যাখ্যা করে বলেছেন শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগীয় প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি।
দেবগুরু বৃহস্পতির এই গোচর যে বিশেষ গুরুত্বপূর্ণ, তা আগেই বলা হয়েছে। কেন না, সুদীর্ঘ ১২ বছরের পরে তিনি নিজ রাশি মেষে প্রবেশ করছেন। বর্তমানে বৃহস্পতি অবস্থান করছেন মীন রাশিতে। মীন রাশিতে তাঁর সঙ্গে অধিষ্ঠান করছেন সূর্য এবং বুধও। মীন রাশি ত্যাগ করে বৃহস্পতি মেষে প্রবেশ করে সেখানে অধিষ্ঠান করবেন ১ মে, ২০২৪ তারিখ পর্যন্ত। ওই তারিখে দুপুর ১টা বেজে ৫০ মিনিটে তিনি গোচর করবেন বৃষ রাশিতে।