২৮ থেকে ৫২৮ কোটি! তৃণমূলের ইলেক্টোরাল বন্ড নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
‘‘কারা এই বিপুল টাকা দিল? কোথা থেকে পাওয়া গেল?’’ এই প্রশ্ন তুলে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তৃণমূল কংগ্রেসকে সেই তালিকা প্রকাশের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ‘‘২০২১ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ব্যবসায়ী শিল্পপতিদের কাছ থেকে ইলেক্টোরাল বন্ড পেয়েছিল ২৮ কোটি টাকার। ২০২২ সালে তৃণমূল কংগ্রেস ৫২৮ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড সংগ্রহ করেছে। ১২০০ গুণ বৃদ্ধি হয়েছে বন্ডের পরিমাণ। কারা এই বিপুল টাকা দিল? কোথা থেকে পাওয়া গেল?’’ এই প্রশ্ন তুলে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তৃণমূল কংগ্রেসকে সেই তালিকা প্রকাশের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘‘তালিকা প্রকাশ করে কোন শর্তে বিপুল পরিমাণ বন্ড দেওয়া হয়েছে তাও জানাতে হবে। আর যদি তৃণমূল কংগ্রেস তা প্রকাশ্যে না আনে তাহলে সেই তথ্য বের করার দায়িত্ব আমার দল এবং বিরোধী দলনেতার।’’ এক প্রকার হুঁশিয়ারির সুরে রবিবার বর্ধমানের সভামঞ্চ থেকে সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ইলেক্টোরাল বন্ড ইস্যুকে হাতিয়ার করে নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু।
advertisement
advertisement
রোজগার বৃদ্ধি নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনে সুর সপ্তম তুলে শুভেন্দু অধিকারী এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দল নয়, একটা চোরেদের কোম্পানি।’’ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দুর এও দাবি, ‘‘যে কোম্পানির মালিক ম্যানেজিং ডিরেক্টর-সহ স্থায়ী-অস্থায়ী কর্মীদের পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাও রয়েছেন।’’
advertisement
প্রায় প্রতিদিনই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ও সরকারকে নিশানা করে একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েই চলেছেন। এবার নোটবন্দির সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ শাসক দলের অন্যান্য নেতাদের বেআইনিভাবে কালো টাকা সাদা করার চাঞ্চল্যকর অভিযোগের পাশাপাশি ইলেক্টোরাল বন্ড ইস্যু নিয়েও তৃণমূলকে চাপে রাখার কৌশল নিলেন শুভেন্দু বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2023 10:11 AM IST










