Fact Check: নোটের উপরে কিছু লিখলে সেটা কি আর বাজারে চলবে না? সরকারের পক্ষ থেকে যা জানানো হল

Last Updated:

মাঝে কিছু দিন ৫০০ আর ২০০০ টাকার নোট সাফসুতরো ছিল, এখন সেগুলোরও বেশিরভাগের দিকে তাকালে পেনসিল বা পেনের কোনও হরফ জ্বলজ্বল করে গায়ে। কথা হচ্ছে, এবার থেকে এমন করলে সেই নোট কি আর বাজারে চলবে না?

Photo: Collected
Photo: Collected
কলকাতা: জন্মালে যে একটা দাগ রেখে যাওয়া উচিত, জগদ্বিখ্যাত মণীষীর এই কথা বাঙালি তথা সর্বভারতীয় বেশ আন্তরিক ভাবেই গ্রহণ করেছে, এই বিষয়ে কোনও সন্দেহ করা চলে না। ফলে, যেখানে দাগ না রাখাই বাঞ্ছনীয়, সেখানেও তারা আর কিছু না হোক নিজের নামটুকু অন্তত ভাল বা খারাপ হাতের লেখায় লিখে যেতে দ্বিধা করে না। সে দেশের প্রত্নতাত্ত্বিক সৌধ থেকে শুরু করে দেশের কারেন্সি বা কাগজের নোট- সবেরই এক দশা! মাঝে কিছু দিন ৫০০ আর ২০০০ টাকার নোট সাফসুতরো ছিল, এখন সেগুলোরও বেশিরভাগের দিকে তাকালে পেনসিল বা পেনের কোনও হরফ জ্বলজ্বল করে গায়ে। কথা হচ্ছে, এবার থেকে এমন করলে সেই নোট কি আর বাজারে চলবে না?
এত দিন পরে কেন এই বিষয়ে আপামর জনতার টনক নড়ল, সেও একটা ভাবার বিষয় বইকি! দিব্যি তো চলছিল লেখালিখি, তাতে আবার বাধা কেন! আসলে বাধ সেধেছে দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া এক মেসেজ। সেই ভাইরাল মেসেজের দাবি- নোটের ওপরে লিখলে তা আর আইত বৈধ বলে গণ্য করা হবে না, সেই কারণেই চলবে না বাজারেও।
advertisement
advertisement
এমন খবর প্রায় নোটবন্দিরই শামিল! সেবার যেমন নড়ে-চড়ে বসেছিল দেশ, এবারও তেমন দারুন শীতেও তার কালঘাম ছুটেছে। স্বাভাবিক, নিজে লিখি আর না-ই লিখি, অন্যের হাতের দাগ রেখে যাওয়া নোট আমাদের সবার কাছেই রয়েছে অল্প-বিস্তর। এবার তাহলে সেগুলোর কি হবে? দিনে সময় বের করে ফের ছুটতে হবে ব্যাঙ্কে, অফিসে বলে-কয়ে পড়ে থাকতে হবে না ফুরাতে চাওয়া লম্বা লাইনে?
advertisement
advertisement
প্রেস ইনফরমেশন অফ ব্যুরো কিন্তু আদতেই জনতার হিতাকাঙ্ক্ষী। গুজবের উত্তুরে হাওয়ার মুখের ওপরে দোর এঁটে দিতে সরকারি এই প্রতিষ্ঠান মোটে দেরি করেনি। রবিবার তাদের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে এমন কোনও বার্তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেশে প্রচার করা হয়নি। তাদের ট্যুইট বার্তায় সাফ জানিয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন অফ ব্যুরো- নোটের ওপরে কোনও কিছু লেখা থাকলে তা আইনত অবৈধ নয়, আইনি টেন্ডার সাপেক্ষেও তাকে বৈধ বলেই গণ্য করতে হবে।
advertisement
তবে, সব নোটের যেমন একটা উল্টো পিঠ থাকে, প্রেস ইনফরমেশন অফ ব্যুরোর ঘোষণারও রয়েছে। সেই পিঠ বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লিন নোট পলিসির কথা। উঁহু, নোংরা, লেখায় ভরা নোট যে বাতিল করে দেওয়া হবে, সে কথা বলছে না এই নীতি। শুধু জনতার কাছে আবেদন করেছে প্রতিষ্ঠান- নোট সাফসুতরো রাখাই ভাল, কিছু লিখলে তা দেখতে যেমন খারাপ লাগে, তেমনই ঘষাঘষিতে নোটের আয়ুও ক্ষয়ে যায়।
advertisement
সরকারের কথা কিন্তু শোনাই উচিত। হাজার হোক, একটা চকচকে নোট হাতে এলে মনটা বেশ খুশি হয়ে যায় না?
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fact Check: নোটের উপরে কিছু লিখলে সেটা কি আর বাজারে চলবে না? সরকারের পক্ষ থেকে যা জানানো হল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement