Suvendu Adhikari on Governor: রাজ্যপালের এক বিবৃতিতেই আশায় ফিরল বিজেপি! শুভেন্দুর দাবি, 'উনি ট্র্যাকে ফিরছেন'

Last Updated:

Suvendu Adhikari on Governor: সুকান্ত মজুমদার ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের দীর্ঘ বৈঠকের পরেই কড়া বিবৃতি রাজভবনের। 

শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল
শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল
কলকাতা:  শনিবার রাজভবনে যান বঙ্গ বিজেপির সভাপতি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দু’ঘণ্টা বৈঠক হয় সুকান্ত মজুমদারের। বৈঠকের পর সুকান্ত মজুমদার দাবি করেন, 'দুর্নীতির সঙ্গে যুক্তদের রেহাই নয় বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। উনি বলেছেন জিরো টলারেন্স টু কোরাপশন। এই নীতি নিয়ে তিনি চলছেন। শুধু তাই নয় কোরাপশনের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে কোনও ভাবে রেহাই দেওয়া হবে না'।
সুকান্তর দাবির কয়েক ঘণ্টার মধ্যেই কড়া বিবৃতি জারি রাজভবনের। দুর্নীতি থেকে পঞ্চায়েত ভোট। লোকায়ুক্ত নিয়োগ থেকে উপাচার্য। একাধিক ইস্যুতে কড়া বিবৃতি। রাজভবনের তরফে দেওয়া বিবৃতিতে যেমন লেখা হয়েছে, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স পলিসি রাজ্যপালের।পঞ্চায়েত নির্বাচনে হিংসা বরদাস্ত নয়। নির্বিঘ্নে ভোট পরিচালনার জন্য রাজ্যপাল সচেষ্ট।
আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
রাজভবনের তরফ থেকে এই বিবৃতির পরিপ্রেক্ষিতে বীরভূমের সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'উনি ট্র্যাকে আসতে শুরু করেছেন। কালকে প্রধানমন্ত্রীর প্রশংসা আর আজকে যদি এটা বলে থাকেন তাহলে উনি আসতে আসতে  ট্র্যাকে ফিরছেন'। তৃণমূলের তরফ থেকে  শান্তনু সেন বলেন, 'আমাদের সরকার ও আমাদের দলও তো একই কথা বলছে, জিরো টলারেন্স টু কোরাপশন। আমরাও তো বারবার বলছি পঞ্চায়েতে আমরা কোনও রকম হিংসা বরদাস্ত করব না'। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন রাজভবন এবং নবান্নের সংঘাত অতীতের সব রেকর্ড ভেঙে দেয়। সেই ধনখড়কে এখনও 'মিস' করে বিজেপি। তাদের আশা ছিল সি ভি আনন্দ বোসও রাজ্যপালের চেয়ারে বসে জগদীপ ধনখড়ের মতোই রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ! শোরগোল শহরে
কিন্তু, বঙ্গ বিজেপির আশায় বারবার জল ঢেলে দেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল হয়ে আসার পর থেকেই তাঁর মুখে শোনা গিয়েছে রাজ্য সরকারের প্রশংসা। আবার কখনও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা।  এতে রীতিমতো বিড়ম্বনায় পড়ে বঙ্গ বিজেপি। যা বাড়ে সরস্বতী পুজোর দিন। সেদিন রাজভবনে বাংলায় হাতেখড়ি দেন রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে জয় বাংলা স্লোগান বারবার শোনা যায় তৃণমূল নেতৃত্বের মুখে, রাজ্যপালের মুখেও সেদিন শোনা গিয়েছিল সেই জয় বাংলা।  বিজেপির অস্বস্তি আরও বাড়ে রাজ্যপালের মুখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায়।
advertisement
এই আবহেই বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ চলাকালীন বিজেপির বিধায়কদের বিক্ষোভ। বিধানসভায় ওয়াক আউট। এরপর শনিবার রাজভবনে সুকান্ত। বিকেল গড়িয়ে সন্ধে নামতে না নামতেই রাজভবনের তরফে কড়া বিবৃতি জারি। যা দেখে অনেকেই বলছেন এ যেন চেনা আনন্দের বাইরে অচেনা আনন্দ। যা নিয়ে চড়ছে রাজনীতির পারদও। রাজভবনের বিবৃতির পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমি আগেই বলেছিলাম উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে জিরো টলারেন্স টু কোরাপশন। বিবৃতিতেও কার্যত সেই কথাই লেখা আছে। কুণাল ঘোষকে কটাক্ষ করে সুকান্ত বলেন, ' আমার মন্তব্য নিয়ে তৃণমূলের এক নেতা   বলেছেন আমি নাকি  ক্ষমা চাইতে গিয়েছিলাম। এবার উনি কী বলবেন? সব মিলিয়ে রাজভবনের কড়া বিবৃতির পর প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের 'জমানা' ফেরার বিষয়ে আশাবাদী বঙ্গ পদ্ম শিবির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on Governor: রাজ্যপালের এক বিবৃতিতেই আশায় ফিরল বিজেপি! শুভেন্দুর দাবি, 'উনি ট্র্যাকে ফিরছেন'
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement