Suvendu Adhikari: বাড়ির বাইরে জমায়েত নিষেধ, সিবিআই না হলেও হাই কোর্টে বড় 'জয়' শুভেন্দু অধিকারীর

Last Updated:

Suvendu Adhikari: হাই কোর্টে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, 'গেট ওয়েল সুন' অনুষ্ঠানের নাম করে গত ১৪ নভেম্বর থেকে জমায়েত হচ্ছে। ভিডিও ফুটেজ আছে।

শুভেন্দুর 'জয়'
শুভেন্দুর 'জয়'
#কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত মামলায় বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা যাবে না। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। এসপি পুর্ব মেদিনীপুর কাঁথি থানাকে সুনিশ্চিত করবেন, যাতে কোনও জমায়েত না হয়। বিচারপতির মন্তব্য, সুস্থতা কামনা করে জমায়েত ভালোবাসা হতে পারে। তবে বেশি ভালোবাসায় মধুমেহ হতে পারে।
হাই কোর্টে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, 'গেট ওয়েল সুন' অনুষ্ঠানের নাম করে গত ১৪ নভেম্বর থেকে জমায়েত হচ্ছে। ভিডিও ফুটেজ আছে। আইসি রয়েছেন জমায়েতের সামনে। ক্রমাগত অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে। এমনই অভিযোগ করেন শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার।
advertisement
advertisement
এই প্রেক্ষিতে বিচারপতি বলেন, ''আপনাকে তারা ভালোবাসে হতে পারে। এত ভালোবাসা একটু সামলাতে বলুন। বেশি ভালোবাসা মধুমেহ হতে পারে।'' রাজ্য অবশ্য জানায়, হলফনামা দেবে এ বিষয়ে। ক্রমাগত জমায়েত নয় এটা। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
advertisement
প্রসঙ্গত, বাড়ির সামনে টিএমসিপি জমায়েতের প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছিলেন তিনি। শুভেন্দু অধিকারী আদালতে অভিযোগ করেছিলেন, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তারপরেই আদালতে তাঁর মামলা গ্রহণ করেন বিচারপতি। সিবিআই তদন্ত না হলেও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাই কোর্টের তরফে। গত কয়েক দিন ধরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণের পারদ চড়িয়েছে তৃণমূল। নন্দীগ্রামে শহিদ স্মরণের দিন থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণের পারদ চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: বাড়ির বাইরে জমায়েত নিষেধ, সিবিআই না হলেও হাই কোর্টে বড় 'জয়' শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement