Mizoram: মিজোরামের পাথর খাদানে আচমকা ধস! রাজ্যের ৫ যুবক-সহ ১২ শ্রমিকের মৃত্যু, ট্যুইটে শোকজ্ঞাপন মমতার

Last Updated:

Mizoram: মিজোরামে পাথর খনির মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিজোরামের পাথর খাদানে ধস
মিজোরামের পাথর খাদানে ধস
#কলকাতা: মিজোরামের পাথর খাদানে ধস। এখনও পর্যন্ত উদ্ধার ১২ শ্রমিকের দেহ। নিখোঁজ আরও বেশ কয়েকজন খনি শ্রমিক। এঁদের মধ্যে রয়েছেন নদিয়ার তিনজন-সহ এই রাজ্যের মোট পাঁচ যুবক। ঘটনাটি ঘটেছে হানাথিয়াল জেলার মৌদারহে। সূত্রের খবর, এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মীরা তাদের মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথরের খনিটি ধসে পড়ে। সূত্র মতে আরও জানা গিয়েছে, ১৫ জন শ্রমিকের পাশাপাশি পাঁচটি হিতাচি এক্সকাভেটর এবং অন্যান্য ড্রিলিং মেশিন পাথরের খনির নিচে চাপা পড়েছে।
মিজোরামে পাথর খনির এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে লেখেন, মিজোরামে খনি ধসে রাজ্যের ৫ জন সহ মোট ১২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।"
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় জানিয়েছেন , "আমরা মৃতদেহ ফিরিয়ে আনার জন্য মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করছি এবং পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দিয়েছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা।"
advertisement
জানা গিয়েছে ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন নদিয়ার তেহট্টের তিন যুবক। তেহট্ট থেকে মিজোরামে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। মৃতদের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪), মিন্টু মণ্ডল (২২) ও রাকেশ বিশ্বাস (২০)। তিন জনই তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mizoram: মিজোরামের পাথর খাদানে আচমকা ধস! রাজ্যের ৫ যুবক-সহ ১২ শ্রমিকের মৃত্যু, ট্যুইটে শোকজ্ঞাপন মমতার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement