Suvendu Adhikari: যাদবপুরে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর! গ্রেফতারের দাবি বিরোধী দলনেতার
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের 8B বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা।
কলকাতা: তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ধরনা অবস্থান মঞ্চ থেকে বেরোনোর সময় তাঁর ওপর হামলার অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি থেকে বেরোনোর সময় কালো পতাকা দেখানো হয়। RSF-এর বিরুদ্ধে অভিযোগ। যাদবপুর থানার ওসিকে অভিযোগ বিরোধী দলনেতার। অবিলম্বে অভিযোগ পত্রটি FIR হিসেবে গণ্য করে তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
Yesterday, I visited Jadavpur to attend an event organized by the Bharatiya Janata Yuva Morcha.
While exiting the venue, around 5:40 pm, I was suddenly attacked by a group of unknown assailants, who managed to breach security and were shouting slogans & brandishing black flags.… pic.twitter.com/rhtr9m2SWH— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 18, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের 8B বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোচ্ছেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে শুভেন্দু-র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ।
advertisement
এ দিন সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘সৌরভ চৌধুরীরা বাংলা পক্ষের লোক। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পে রোলে আছেন। যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে..আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা বন্দ্যোপাধ্যায় যার গার্ডিয়ান, তাঁদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের’।
advertisement
আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় নদীর নাম জানেন? যা ভাবছেন, তা কিন্তু নয়! সঠিক উত্তর জানেন মাত্র ১% মানুষ
গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সভার আগে এবং পরেও একই ছবি দেখা গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই বিজেপি ও অতিবামপন্থী সংগঠনের সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে অতিবামপন্থী সংগঠন। আমরা নয়, এসএফআইয়ের ছেলেরা মেরেছে, দাবি করে বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 10:47 AM IST