Suvendu Adhikari: যাদবপুরে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর! গ্রেফতারের দাবি বিরোধী দলনেতার

Last Updated:

Suvendu Adhikari: বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের 8B বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ
শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ
কলকাতা: তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ধরনা অবস্থান মঞ্চ থেকে বেরোনোর সময় তাঁর ওপর হামলার অভিযোগ করেন শুভেন্দু। বিরোধী দলনেতা বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি থেকে বেরোনোর সময় কালো পতাকা দেখানো হয়। RSF-এর বিরুদ্ধে অভিযোগ। যাদবপুর থানার ওসিকে অভিযোগ বিরোধী দলনেতার। অবিলম্বে অভিযোগ পত্রটি FIR হিসেবে গণ্য করে তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে প্রথমে বিজেপির যুব মোর্চার সভার সভা থেকে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। এর পরই যাদবপুরের 8B বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছিলেন বিরোধী দলনেতা। সেখানে পুলিশের সঙ্গে তাঁর বচসা বাধে। এর পর যখন শুভেন্দু অধিকারী গাড়ি ঘুরিয়ে যাদবপুর থানার দিকে এগোচ্ছেন, সেই সময় ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে শুভেন্দু-র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ।
advertisement
এ দিন সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘সৌরভ চৌধুরীরা বাংলা পক্ষের লোক। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পে রোলে আছেন। যে পার্টি কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ফেলে দিয়েছে, উপড়ে ফেলে দিয়েছে..আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা বন্দ্যোপাধ্যায় যার গার্ডিয়ান, তাঁদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের’।
advertisement
গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সভার আগে এবং পরেও একই ছবি দেখা গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই বিজেপি ও অতিবামপন্থী সংগঠনের সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে অতিবামপন্থী সংগঠন। আমরা নয়, এসএফআইয়ের ছেলেরা মেরেছে, দাবি করে বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: যাদবপুরে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর! গ্রেফতারের দাবি বিরোধী দলনেতার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement