Suvendu Adhikari: কমিশনের কাছে বড় দাবি শুভেন্দু অধিকারীর, শুধুমাত্র রাজীব কুমার নয়, শুভেন্দুর নিশানায় আর কে কে ?
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কমিশনের নির্দেশে রাজীব কুমারের পরিবর্তে সোমবার রাজ্য পুলিশের নতুন ডিজি দায়িত্ব নিয়েছেন বিবেক সহায়।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শুধুমাত্র রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়াই নয়, বাংলায় নিরপেক্ষ লোকসভা ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে বড় দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের নির্দেশে রাজীব কুমারের পরিবর্তে সোমবার রাজ্য পুলিশের নতুন ডিজি-র দায়িত্ব নিয়েছেন বিবেক সহায়।
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২০১৬ এবং ২০১৯-এর নির্বাচনে রাজীব কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন নির্বাচন কমিশনের নির্দেশকে পাত্তা না দিয়ে আমি যেভাবে রাজ্য চালাই সেভাবেই চালাব। বিগত নির্বাচনে পুরুলিয়ার পুলিশ সুপার-সহ একাধিক এস পি রয়েছেন যাদের নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তাঁদের আবার পুনর্বহাল করা হয়েছে।’’
advertisement
advertisement
নিয়ম লঙ্ঘন করে এখনও অনেক আধিকারীকরাই বহাল তবিয়তে রয়েছেন বলেও দাবি করে শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘আমরা ঠিক সময়ে কমিশনের কাছে সব অভিযোগ জানাব।’’
advertisement
শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘আমি বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যে, শুধুমাত্র রাজীব কুমার নয়, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোটের কাজে ব্যবহার না করে বিগত নির্বাচনগুলিতে ব্যবস্থা নেওয়া আইপিএস এবং আইএএসদের ভিন রাজ্যে পাঠিয়ে দিতে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় আড়ালে থেকে ওই সমস্ত আইপিএস- আইএএসদের পরিচালনা করবেন।’’ যদি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে বিগত নির্বাচন গুলিতে ব্যবস্থা নেওয়া আইপিএস-আইএএসদের বাংলার ভোটের কাজে না যুক্ত করার দাবিও কমিশনের কাছে জানালেন শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2024 9:14 AM IST









