Suvendu Adhikari vs Biman Banerjee: বিধানসভায় শুভেন্দু-বিমান তুমুল তর্কাতর্কি! অধ্যক্ষকে ভাঙা চশমা, ঘড়ি দিয়ে এলেন বিরোধী দলনেতা

Last Updated:

অধ্যক্ষ বিরোধী দলনেতার সামনেই অভিযোগ করেন, বিজেপি বিধায়করা বিধানসভার মাইক, টেবিল ভেঙেছেন৷ এমন কি, বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বিধানসভার মার্শালরাও৷

বিধানসভায় শুভেন্দু- বিমান তর্কাতর্কি৷
বিধানসভায় শুভেন্দু- বিমান তর্কাতর্কি৷
কলকাতা: চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড, মার্শালদের সঙ্গে দলীয় বিধায়কদের ধস্তাধস্তির পরই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতির সময় দলীয় বিধায়কদের ভেঙে যাওয়া চশমা, ঘড়ি অধ্যক্ষের কাছে দিয়ে এলেন ক্ষুব্ধ বিরোধী দলনেতা৷ অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা৷
পাল্টা অধ্যক্ষ বিরোধী দলনেতার সামনেই অভিযোগ করেন, বিজেপি বিধায়করা বিধানসভার মাইক, টেবিল ভেঙেছেন৷ এমন কি, বিজেপি বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বিধানসভার মার্শালরাও৷ শুভেন্দু অধিকারীকে তাঁর টেবিলের কাছ থেকে সরে যাওয়ার কথাও বলেন বিমান বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী দলনেতার উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, আপনি এখানে কেন এসেছেন, এখান থেকে আপনি চলে যান৷
advertisement
advertisement
বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে বিধানসভায় এ দিন ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়৷ ওয়েলে নেমে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের৷ পাল্টা চার জন বিজেপি বিধায়ককে একসঙ্গে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার জন্যও মার্শালদের নির্দেশ দেন অধ্যক্ষ৷ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের বের করে দিতে গেলে মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, এমন কি হাতাহাতি শুরু হয়৷ বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন৷ যে চার বিজেপি বিধায়ককে এ দিন সাসপেন্ড করেন অধ্যক্ষ, তাঁরা হলেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাঁও এবং দীপক বর্মন৷
advertisement
বিধানসভায় এ দিন এই ঘটনা যখন ঘটছে তখন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না৷ বিজেপি বিধায়করা ওয়াক আউট করার পরই বিধানসভায় পৌঁছন বিরোধী দলনেতা৷ দলীয় বিধায়কদের মুখে গোটা ঘটনার কথা শুনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তিনি৷ তখনই দু জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়৷ সেই সময় অধ্যক্ষের টেবিলের একপাশে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ অরূপের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেও চন্দ্রিমাকে নমস্কার করে চেয়ারে বসতে অনুরোধ করেন বিরোধী দলনেতা৷
advertisement
অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে এ দিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা৷ অধ্যক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, যে বিধায়করা মাইক, টেবিল ভেঙেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ বছর তিনেক আগে ২০২২ সালে ২৮ মার্চ বিধানসভায় ঠেলাঠেলিতে নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের৷ তার আগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মার্শাল ডেকে তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ৷ সেই সময়ও বিধানসভায় ব্যাপক উত্তেজনা, ঠেলাঠেলি হয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari vs Biman Banerjee: বিধানসভায় শুভেন্দু-বিমান তুমুল তর্কাতর্কি! অধ্যক্ষকে ভাঙা চশমা, ঘড়ি দিয়ে এলেন বিরোধী দলনেতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement