'সামান্য মাছ বিক্রেতা থেকে হাজার কোটির মালিক অনুব্রত', শুভেন্দুর নিশানায় 'প্রশ্রয় ও আশ্রয়'

Last Updated:

Suvendu Adhikari: কাঁথি শহরে আজ শহিদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর ফাঁকে শুভেন্দু অধিকারী বলেন, ''অনুব্রত একজন মাফিয়া। সিবিআই দশবার ডেকেছে, যায়নি, উনি তো আইনের উর্দ্ধে নয়। সিবিআই সঠিক কাজ করেছে।''

শুভেন্দুর নিশানায় অনুব্রত
শুভেন্দুর নিশানায় অনুব্রত
#কলকাতা: সিবিআই-এর হাতে অবশেষে গ্রেফতার অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার অনুব্রতর বাড়িতে হানা দেয় সিবিআই। কিছু সময়ের ব্যবধানে তাঁকে বাড়ি থেকে বের করে তুলে নিয়ে যায় সিবিআই। সূত্রের খবর, তাঁকে আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছে। আর অনুব্রতর গ্রেফতারির পরই সুর চড়িয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দোপাধ্যায়ের প্রশ্রয়ে এবং আশ্র‍য়েই সাধারণ মাছ বিক্রেতা থেকে অনুব্রত আজ হাজার কোটি টাকার মালিক! এ নিয়েও তদন্ত করা উচিত।"
কাঁথি শহরে আজ শহিদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর ফাঁকে শুভেন্দু অধিকারী বলেন, ''অনুব্রত একজন মাফিয়া। সিবিআই দশবার ডেকেছে, যায়নি, উনি তো আইনের উর্দ্ধে নয়। সিবিআই সঠিক কাজ করেছে।''
advertisement
শুভেন্দু আরও বলেন, অনুব্রত ইস্যুতে সিবিআইয়ের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্ম নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছিলেন। অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই আজ সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী এদিন অনুব্রত মণ্ডলের সম্পত্তি বৃদ্ধি নিয়েও কটাক্ষ করেন। বলেন, ''এক সময় যিনি হাটে বসে মাগুর মাছ বিক্রি করতেন, আজ তিনি এক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশয়ে এবং আশ্রয়েই এসব সম্ভব হয়েছে। সে নিয়েও তদন্ত করা উচিত।''
advertisement
এদিকে, অনুব্রত গ্রেফতার হতেই গুড়, বাতাসা, নকুলদানা বিলি করে ঢাক বাজিয়ে আনন্দ প্রকাশ করে বিজেপি। অনুব্রতকে বীরভূমের নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যায় সিবিআই। সেই খুশিতে বাঁকুড়ার পুয়াবাগানে বাজল চড়াম চড়াম ঢাক, বিলি করা হল গুড় বাতাসা, নকুলদানা। বৃহস্পতিবার সকালেই বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী। তারপরে নিজেদের হেফাজতে নিয়ে বাড়ি থেকে বের করে গাড়ি করে তুলে নিয়ে গেল সিবিআই আধিকারিকরা।
advertisement
এই ঘটনার খবর প্রকাশ হতেই বাঁকুড়ার পুয়াবাগানে বিজেপি নেতা কর্মীরা বাজাল চড়াম চড়াম ঢাক। পথচলতি মানুষ থেকে স্থানীয় দোকানদারদের বিলি করা হল গুড় বাতাসা ও নকুল দানা। বিজেপির কটাক্ষ চড়াম চড়াম ডাক আর গুড় বাতাসার সৃষ্টিকর্তা আজ সি বি আই এর হেফাজতে। এই খুশিতে এই কর্মসূচী পালন করা হল বিজেপির তরফে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'সামান্য মাছ বিক্রেতা থেকে হাজার কোটির মালিক অনুব্রত', শুভেন্দুর নিশানায় 'প্রশ্রয় ও আশ্রয়'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement