Suvendu Adhikari | Abhishek Banerjee: পুলিশের নিরাপত্তা নিয়ে ফের শুভেন্দুর নিশানায় অভিষেক, নথি তুলে ধরে ট্যুইট

Last Updated:

একগুচ্ছ নথি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশকর্মী তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যা প্রধানমন্ত্রী সহ বিশ্বের যে কোনও রাষ্ট্র প্রধানের নিরাপত্তা ব্যবস্থাকে হার মানাবে।’’ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্টে অভিষেকের নাম না করে কটাক্ষ ও নিশানা করে শুভেন্দু এ-ও লিখেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রীর জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের ব্যবস্থা রয়েছে, যা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) প্রদান করে থাকে।’’

কলকাতা: নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে পা রাখতেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডকে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক। নিজের সোশ্যাল মিডিয়া এবং ট্যুইটে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা থেকেও ফ্যাকাসে।’’
একগুচ্ছ নথি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশকর্মী তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যা প্রধানমন্ত্রী সহ বিশ্বের যে কোনও রাষ্ট্র প্রধানের নিরাপত্তা ব্যবস্থাকে হার মানাবে।’’ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্টে অভিষেকের নাম না করে কটাক্ষ ও নিশানা করে শুভেন্দু এ-ও লিখেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রীর জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের ব্যবস্থা রয়েছে, যা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) প্রদান করে থাকে।’’
advertisement
advertisement
শুভেন্দুর প্রশ্ন, ‘‘শুধুমাত্র একজনকে নিরাপত্তা দেওয়ার জন্য একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমনিতেই তলানিতে, গত এক মাসেই আইনশৃঙ্খলার চরম অবণতির কারণে নারী শিশু সহ প্রচুর মানুষ বোমা বিস্ফোরণে ঝলসে মারা গেছেন, আহতও হয়েছেন বহু, রাজনৈতিক হত্যা সহ অগণিত হত্যা হয়েছে, প্রতিনিয়ত নারীদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে। একজন মানুষ রাজনৈতিক ভ্রমণে বেরিয়েছেন আর থানা সব ফাঁকা করে পুলিশ রাস্তা পাহারা দিচ্ছে। এদিকে রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনের কোনও হেলদোল নেই, তাদের অগ্রাধিকার কেবলমাত্র একজনের নিরাপত্তা নিশ্চিত করা। আর পশ্চিমবঙ্গের মানুষ অসহায়, প্রার্থনা করছেন যাতে কোনও অঘটন তাঁদের সঙ্গে না ঘটে।’’
advertisement
অন্যদিকে, আজ, বৃহস্পতিবারই পায়ে হেঁটে নন্দীগ্রাম পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন চণ্ডীপুর থেকে ২০ কিমি পদযাত্রা করে নন্দীগ্রামে পৌঁছবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে৷
আরও পড়ুন: শিক্ষা দফতরের বিরাট সিদ্ধান্ত! এই শিক্ষাবর্ষ থেকেই শুরু ৪ বছরের স্নাতক কোর্স, ভর্তি প্রক্রিয়া নিয়েও বড় ঘোষণা
রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগ উঠেছে শেখ ইসরাফিল নামের এক ব্যক্তি৷ এদিন ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন তিনি৷
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | Abhishek Banerjee: পুলিশের নিরাপত্তা নিয়ে ফের শুভেন্দুর নিশানায় অভিষেক, নথি তুলে ধরে ট্যুইট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement