Suvendu Adhikari: 'আমায় জানান', নিজের ই-মেল আইডি প্রকাশ করে বড় আবেদন শুভেন্দু অধিকারীর!
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: 'সরকারের 'জালিয়াতি' চোখে পড়লেই আমায় জানান'। নিজের ই-মেল আইডি প্রকাশ করে আবেদন শুভেন্দু অধিকারীর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- 'অনিয়ম' নজরে এলেই এবার থেকে সরাসরি তাঁকে জানাতে নিজের ই-মেল আইডি জনসমক্ষে প্রকাশ করে আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় নিজের দীর্ঘ পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন," প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র খাতে বাংলার জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।আমি মাননীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবংপঞ্চায়েতি রাজ মন্ত্রী; শ্রী গিরিরাজ সিং জি ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য এই পদক্ষেপ গ্রহণ করার জন্য।
কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ও অর্থ সাহায্যে পশ্চিমবঙ্গে প্রচুর গ্রামীণ সড়ক ইতিমধ্যে তৈরি হয়েছে। আমাদের আশা ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গে প্রায় ৬০০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে, মোট ৫৫০০ কোটি টাকা ব্যয় করে।
তবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কয়েকটি শর্ত দিয়েছে রাজ্য সরকারকে:-
advertisement
# নির্মিত রাস্তার দুপাশে সাইন বোর্ড দিতে হবে, যেখানে প্রকল্পের সঠিক নাম, এক্ষেত্রে "প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা" লিখতে হবে ও লোগো আঁকতে হবে
advertisement
# রাস্তার উদ্বোধন স্থানীয় সাংসদ কে দিয়ে করাতে হবে
# ভবিষ্যতে যে রাস্তা নির্মাণ হবে তার পরিকল্পনায় স্থানীয় সাংসদের অংশগ্রহণ আব্যশিক
এছাড়াও Road Safety তথা সড়ক নির্মাণের সময় যাত্রী সুরক্ষা, বৃক্ষায়ন ও অন্যান্য কয়েকটি নির্দেশিকা ও রয়েছে।
advertisement
পশ্চিমবঙ্গের "স্টিকার" সরকার নিয়ম পালন করবে, এই ব্যাপারে আমি সন্দিহান। উদাহরণ স্বরূপ এই ছবিটি দেখুন, দিন কয়েক আগেই তমলুকের রাজাবল্লভপুর থেকে মিলন নগর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, তার পাশে আগে যে সাইন বোর্ড ছিল তাতে নাম লেখা ছিল "প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা"। কিন্তু হঠাৎ করে আবার সাইন বোর্ড পরিবর্তন করে নাম লেখা হয়েছে "বাংলা গ্রামীণ সড়ক যোজনা"।আমার বিশ্বাস এইরকম উদাহরণ সারা রাজ্য জুড়ে ভুরি ভুরি রয়েছে। তাই আমি আমার ইমেল আইডি (email id) প্রকাশ করছি:adhikarisuvenduwb1@gmail.com
advertisement
এবার থেকে আপনারা, অর্থাৎ বাংলার সচেতন জনগণ নজরদারি করুন এই "স্টিকার" সরকারের ওপর। যখন এই ধরনের জালিয়াতি চোখে পড়বে, ছবি তুলে ও বিবরণ সহ আমাকে ইমেলে (email) পাঠান।
কথা দিচ্ছি, আপনাদের অভিযোগ সঠিক স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার"।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 18, 2022 6:59 PM IST











