Suvendu Adhikari | Sukanta Majumdar: 'সংবিধান মানছে না মমতার সরকার', রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু-সুকান্ত
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari | Sukanta Majumdar: নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিভি আনন্দ বোসের সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব।
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বুধবার এক ঘণ্টারও বেশি সময় ধরে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে সংবিধান না মেনে সরকার বিভিন্ন কাজ করছে এই বিষয়ে যেমন রাজ্যপালকে নালিশ জানানো হয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের লাগামছাড়া দুর্নীতির বিষয়েও আমরা রাজ্যপালকে অবগত করা হয়েছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিভি আনন্দ বোসের সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। এই সাক্ষাতে মূলত সরকার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বেনিয়ম ও দুর্নীতি নিয়েই বুধবার রাজ্যপালের দ্বারস্থ হন সুকান্ত-শুভেন্দু।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, এই বিষয়টিও রাজ্যপালের কাছে আজ তুলে ধরেন বঙ্গ বিজেপির দুই প্রথম সারির নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা বলে জানা গেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 4:02 PM IST