Mamata-Suvendu: অভিষেকের পাশাপাশি বাম ও কংগ্রেসকেও বিঁধে শুভেন্দু বললেন, ‘আগে ‘নো ভোট টু মমতা’ বলুন...’

Last Updated:

‘‘ক'টা বাড়ি? ক'টা ট্রলার? ক'টা পেট্রোল পাম্প? তিন তিনবার হেরেছিল...’’। মমতার নিশানায় শুভেন্দু! চ্যালেঞ্জের সুরে মমতাকে পাল্টা কড়া জবাব দিলেন শুভেন্দু অধিকারীও ৷

অভিষেকের পাশাপাশি বাম ও কংগ্রেসকেও বিঁধে শুভেন্দু বললেন, ‘আগে ‘নো ভোট টু মমতা’ বলুন...’
অভিষেকের পাশাপাশি বাম ও কংগ্রেসকেও বিঁধে শুভেন্দু বললেন, ‘আগে ‘নো ভোট টু মমতা’ বলুন...’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া জবাব দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘‘উনি মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছিলেন। ২০০৪ সালে প্রার্থী খুঁজে পাননি। আমাকে অনুরোধ করেছিলেন। হাতে ধরে অনুরোধ করেছিলেন উনি। ওঁর দলের মান সম্মান রক্ষা করেছিলাম। আমি নন্দীগ্রামে তাঁকে হারিয়েছি। আগামী দিনে তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালীঘাটের মন্দিরের সামনে রাস্তার পাশে বসতে হবে। এটা আমার চ্যালেঞ্জ।’’
নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে তাঁর সম্পত্তি নিয়েও ধরনা মঞ্চ থেকে বুধবার প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে ব্যাপারেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আড়াই বছর হয়ে গেল। অনেক চেষ্টা করেও কিছুই বের করতে পারলেন না। ভবিষ্যতেও পারবেন না।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কলকাতায় ধরনা মঞ্চে বক্তব্য রাখার সময় বিজেপিকে নিশানা করার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘কথা বলতে শিখিয়েছিলাম। তিন তিনবার হেরেছিল। তখন কংগ্রেসে ছিল। লক্ষ্মণ শেঠের কাছেও হেরেছিল। অখিল গিরির কাছেও হেরেছিল। হেরেছিল তাঁর পিতৃদেবও। হাতে ধরে জিতিয়ে এনেছিলাম।’’ সম্পত্তি নিয়েও তীব্র ভাষায় আক্রমণ করে মমতা বলেন, ‘‘ ক’টা বাড়ি তোর? ক’টা ট্রলার? ক’টা পেট্রোল পাম্প? আরও অনেক আছে বললাম না ৷ ’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই পাল্টা আক্রমণ শানিয়ে চ্যালেঞ্জের সুরে শুভেন্দু বললেন, ‘‘উনি যাই বলুন। ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি বানিয়েই ছাড়ব। সেই দিন আর বেশি দূরে নেই।’’ প্রসঙ্গত, রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগকে সামনে রেখে বুধবার শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বঙ্গ বিজেপির ধরনা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতেও শুভেন্দুর তীব্র নিশানায় ছিলেন মমতা-অভিষেক। সুকান্ত মজুমদার, রাহুল সিনহা ও অন্যান্য পদ্ম নেতৃত্বকে পাশে বসিয়ে বাম ও কংগ্রেসকে বিঁধেও চড়া সুরে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আগে 'নো ভোট টু মমতা' বলুন। তারপর মানুষের ওপর ছেড়ে দিন, মানুষ কাকে সমর্থন করবে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata-Suvendu: অভিষেকের পাশাপাশি বাম ও কংগ্রেসকেও বিঁধে শুভেন্দু বললেন, ‘আগে ‘নো ভোট টু মমতা’ বলুন...’
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement