হাতে সময় ৭২ ঘণ্টা, তার মধ্যে সাসপেন্ড করতে হবে চার আধিকারিককে! মুখ্যসচিবকে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যের দুই ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং আরও দুই এইআরও(অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-সহ মোট চারজনকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
কলকাতা: রাজ্যের দুই ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং আরও দুই এইআরও(অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-সহ মোট চারজনকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশ পালন করা হয়নি।
সেই কথা মনে করিয়ে রাজ্যের মুখ্যসচিবকে মনোজ পন্থকে আবারও চিঠি দিল নির্বাচন কমিশন। ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিবের থেকে জানতে চাওয়া হয়েছে ইআরও, এইআরওদের সাসপেন্ড করার ব্যাপার এখনও কমিশনকে জানানো হল না কেন? তাঁদের সাসপেন্ডের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এই বিষয়ে আগামী ১১ তারিখ ৩ টের মধ্যে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ময়না, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের , এইআরওদের সাসপেন্ড করার কথা বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর ৯৬ ঘন্টা কেটে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য। সেই বিষয় জানতে চেয়ে মুখ্যসচিবকে ফের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 7:44 PM IST