দমদমে ছোট ড্রেনের ভিতর পড়ে আছে কাটা হাত... তুমুল চাঞ্চল্য! সামনে আসতেই রহস্যের চিচিংফাঁক
- Published by:Rachana Majumder
- Reported by:Sudipta Sen
Last Updated:
রাতের বেলা ওই হাত দেখে পথ চলতি মানুষ থমকে যায়। পুলিশকে খবর দেওয়া হয়, পরে বোঝা যায় সেটা নকল হাত৷ স্থানীয় বাসিন্দারাই বিষয়টা স্পষ্ট করে দেন।
কলকাতা: দমদমে উদ্ধার কাটা হাত। ঘটনার জেরে আতঙ্কে এলাকাবাসী। দমদমের স্টেশন লাগোয়া এমসি গার্ডেন রোডের তরুণ সংঘ ক্লাব নিকটস্থ একটি ছোট ড্রেনের মধ্যে পড়ে রয়েছে কাটা হাত। কালো হয়ে গিয়েছে ওপরের চামড়া৷ কবজি থেকে আলাদা হয়ে পড়ে রয়েছে মানুষের হাত৷ আলনা ও রেডিয়াস হাড় দুটোও স্পষ্ট। শুরু হয় তুমুল চাঞ্চল্য।
পুলিশ আসার আগেই ভাঙল রহস্য। ভয়ের কিছু নেই। এটি মূলত একটি নকল কাটা হাত। যা এই এলাকার পুজো প্যান্ডেল থেকে এসেছে। কেউ মজা করে এটা রেখেছে। প্রায় ছয় মাস আগেই একই ঘটনা ঘটেছিল। রাতের বেলা ওই হাত দেখে পথ চলতি মানুষ থমকে যায়। পুলিশকে খবর দেওয়া হয়, পরে বোঝা যায় সেটা নকল হাত৷ স্থানীয় বাসিন্দারাই বিষয়টা স্পষ্ট করে দেন।
advertisement
advertisement
বারবার এইভাবে ওই হাত নিয়েই আতঙ্ক ছড়ায় ওই পাড়ায়। যারা জানেন তারা সরে যান, মুচকি হাসেন। যারা জানেন না, তারা আতঙ্কিত হন। তবে এই সাময়িক চাঞ্চল্য অবশ্য সাময়িকই ছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 7:28 PM IST