#কলকাতা: অত্যাধুনিক অস্ত্র কিনতে ব্যাঙ্ক ডাকাতির কষেছিল করেছিল জঙ্গিরা। ধৃত সামশাদ ও রিয়াজুলকে জেলা করে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। গত সপ্তাহে অস্ত্রকারবারী মনতোষ দে সহ দুই জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।
জেরায় সামশাদ ও রিয়াজুল জানায়, ডাকাতির উদ্দেশে পার্কস্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও রেইকি করে তারা। সেই ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বাংলাদেশেও একাধিক ডাকাতির ঘটনায় দুই জঙ্গি জড়িত বলে তথ্য পেয়েছে এসটিএফ।
গত সেপ্টেম্বরে পার্কস্ট্রিটের একটি ব্যাঙ্কে ডাকাতির ঘটনায়, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত থেকে সফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে সামশাদ ও রিয়াজুলের কোনও যোগাযোগ আছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।