Supreme Court Vedict on SSC: কাল থেকে কারা স্কুলে যেতে পারবেন...আর কারা নয়? স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, স্বস্তি চাকরিহারাদের একাংশের
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷ এদিন কমিশনের আইনজীবীর কাছে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দিনও জানতে চান প্রধান বিচারপতি৷ জানিয়ে দেন, আগামী ৩১ মে নিয়োগের বিজ্ঞেপ্তি জারি করতে হবে কমিশনকে, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
কলকাতা: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল ২০১৬ সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল৷ চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার চাকুরিজীবী৷ এর মধ্যে ছিলেন চিহ্নিত ‘অযোগ্যে’রাও৷ তবে, আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যা জানালেন, তাতে কিছুটা হলেও স্বস্তি পেলেন চাকরিহারাদের একাংশ৷ আগামিকাল থেকে কারা স্কুলে যেতে পারবেন, কারা নয়, এদিন তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷
সুপ্রিম কোর্টের পূর্বতন রায়ের প্রেক্ষিতে আদালতে মডিফিকেশন প্রেয়ার জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন৷ সেই আর্জিতে সাড়া দিয়েই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, ‘অযোগ্য’ বলে চিহ্নিত নন, এমন শিক্ষক-শিক্ষিকারা আপাতত চালিয়ে যেতে পারবেন তাঁদের কাজ৷ কিন্তু, শর্তসাপেক্ষে৷ কী সেই শর্ত?
সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে৷ এদিন কমিশনের আইনজীবীর কাছে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দিনও জানতে চান প্রধান বিচারপতি৷ জানিয়ে দেন, আগামী ৩১ মে নিয়োগের বিজ্ঞেপ্তি জারি করতে হবে কমিশনকে, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
advertisement
advertisement
এখন, এই ৩১ ডিসেম্বর পর্যন্ত যতদিন না নতুন নিয়োগ সম্পূর্ণ হয় ততদিন চিহ্নিত ‘অযোগ্য’ নন, এমন শিক্ষকশিক্ষিকারা তাঁদের নিজ নিজ স্কুলে শিক্ষকতার কাজ চালিয়ে যেতে পারবেন৷ সেই কারণে, চাকরি বহাল থাকছে এমনটা সরাসরি বলা না গেলেও তাঁরা আপাতত চাকরি করতে পারবেন, একথা বলাই যায়৷
advertisement
প্রধান বিচারপতি এদিন শুনানি চলাকালীন বলেন, ‘‘আমরা বোর্ডের আবেদন গ্রহণ করছি শর্তসাপেক্ষে। শুধুমাত্র ৯-১০, ১১-১২ শিক্ষক শিক্ষিকাদের জন্য। ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৫শের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্য, এসএসসি, বোর্ড ৩১ মের মধ্যে এফিটডেভিট দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নচেৎ আদালত পরবর্তী পদক্ষেপ নেবে৷’’
advertisement
তবে, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি দের ক্ষেত্রে আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। কারণ, হিসাবে জানানো হয়েছে এই গ্রুপে ‘অযোগ্য’দের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি৷ সেই কারণে আবেদন গৃহীত হল না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
Apr 17, 2025 1:49 PM IST









