Supreme Court on SSC: ৩১মে-র মধ্যে বিজ্ঞপ্তি, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ, শর্তসাপেক্ষে চাকরি থাকছে ‘যোগ্য’ শিক্ষকদের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
বৃহস্পতিবার কমিশনের মডিফিকেশন প্রেয়ারের প্রেক্ষিতে সাড়া সুপ্রিম কোর্টের৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, ৩১ মের মধ্যে অ্যাডভারটাইজমেন্ট জারি করতে হবে৷ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে৷
নয়াদিল্লি: শর্তসাপেক্ষে চাকরি থাকছে ‘যোগ্য’ থাকছে শিক্ষকদের৷ কমিশনের মডিফিকেশন প্রেয়ারের প্রেক্ষিতে সাড়া সুপ্রিম কোর্টের৷ প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়েছে, ‘অযোগ্য’ বলে চিহ্নিত নয়, এমন ‘যোগ্য’ শিক্ষকেরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন৷ তবে আগামী ৩১ মের মধ্যেই জারি করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি৷ আর ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
বৃহস্পতিবার কমিশনের মডিফিকেশন প্রেয়ারের প্রেক্ষিতে সাড়া সুপ্রিম কোর্টের৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, ৩১ মের মধ্যে অ্যাডভারটাইজমেন্ট জারি করতে হবে৷ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে৷
প্রধান বিচারপতি এদিন শুনানি চলাকালীন বলেন, ‘‘আমরা বোর্ডের আবেদন গ্রহণ করছি শর্তসাপেক্ষে। শুধুমাত্র ৯-১০, ১১-১২ শিক্ষক শিক্ষিকাদের জন্য। ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৫শের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। রাজ্য, এসএসসি, বোর্ড ৩১ মের মধ্যে এফিডেফিড দেবে এবং জানাবে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নচেৎ আদালত পরবর্তী পদক্ষেপ নেবে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: ২৫,৩০০ চাকরি বাতিল! ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই খারিজ আদালতে, হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট
গত ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসি-র পুরো প্যানেলই বাতিল করে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ৷ সেই সময় আদালতের রায় ছিল, ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে। যাঁরা যোগ্য প্রার্থী তাঁদের জন্য এবং বিশেষভাবে সক্ষমদের জন্য চাকরির আবেদনে বয়ঃসীমায় ছাড় দেওয়া হবে৷ সেই কথা মতোই এদিন স্কুল সার্ভিস কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন কতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে? কমিশনের আইনজীবী কপিল সিব্বল জানান, ‘‘আমরা এক সপ্তাহের মধ্যে নোটিফিকেশন জারি করব। ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করব৷’’ তখনই নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বেঁধে দেন প্রধান বিচারপতি৷ জানিয়ে দেন, ৩১ মের মধ্যে অ্যাডভারটাইজমেন্ট জারি করতে হবে৷ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে৷
advertisement
তবে, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি দের ক্ষেত্রে আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। কারণ, হিসাবে জানানো হয়েছে এই গ্রুপে ‘অযোগ্য’দের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি৷ সেই কারণে আবেদন গৃহীত হল না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
April 17, 2025 12:56 PM IST