দায়িত্ব পাওয়ার পর প্রথমবার শহরে পা রাখলেন সুনীল বনসল, উষ্ণ অভ্যর্থনা বঙ্গ বিজেপির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয় সুনীল বনসলকে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবার বঙ্গ সফরে সুনীল বনসল। সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে বিজেপির এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয় সুনীল বনসলকে। আজ থেকে শুরু হওয়া বিজেপির তিন দিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বেলা বারোটায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন সুনীল বনসল।
বিমানবন্দরে আসার অনেক আগে থেকেই বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান বিমানবন্দরে। দলীয় পতাকা, ফুল চন্দন নিয়ে নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষককে বরণ করতে হাজির হন দলের মহিলা সমর্থকরা। দশ জন মহিলা ঢাকির দলও ঢাক বাজিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষককে স্বাগত জানান। পুষ্পবৃষ্টি সহযোগে চন্দনের ফোঁটা পরিয়ে বিমানবন্দর চত্বরেই বরণ করে নেন দলের মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতৃত্ব সুনীল বনসলের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরপরই বিমানবন্দরের ভেতরেই সুনীল বনসল, অমিত মালব্যর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুকান্ত শুভেন্দু-দিলীপরা।
advertisement
advertisement
সম্প্রতি দলের রাজ্য সংগঠনে বড় বদল করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব৷ রাজ্য সংগঠনের হাল ফেরাতে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বঙ্গ বিজেপি-র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরএসএস থেকে উঠে আসা নেতা সতীশ ধন্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সুনীল বনসলকে দায়িত্ব দিয়ে জোড়া এই পরিবর্তনে বঙ্গ বিজেপি-র সংগঠনের ছন্নছাড়া অবস্থা দূর হয় কি না, তার উত্তর দেবে সময়ই।
advertisement
আরও পড়ুন: পুজো অনুদান কেন, শুনানি শুরু হাই কোর্টে! রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ
যাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থক নেতৃত্বের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা সেই সুনীল বনসল কে? বিজেপি সূত্রের খবর, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল সুনীল বনসলের। সর্বভারতীয় স্তরে বিজেপিতে এ বার গুরুত্বপূর্ণ পদে সেই সুনীল বনসল। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জেপি নাড্ডার নির্দেশে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং তেলেঙ্গানায় দলের সংগঠনকে শক্তিশালী করার গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুনীল বনসলের কাঁধে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 4:30 PM IST