No Shadow Day: জামাইষষ্ঠীর ভরদুপুরে ছায়াহীন হবে কলকাতা! রবিবার 'নো শ্যাডো ডে'
- Published by:Suman Majumder
Last Updated:
No Shadow Day: আমাদের সবার 'কায়া' থাকবে, কিন্তু 'ছায়া' থাকবে না। এমন বিরল ঘটনা কলকাতায় ঘটবে রবিবার।
#কলকাতা: সূর্যের আলোয় ছায়া পড়ে। কিন্তু ২ সেকেন্ডের জন্য যদি উধাও হয়ে যায় সেই ছায়া? রবিবার এমনই আশ্চর্য দৃশ্যের স্বাক্ষী থাকবে কলকাতা।
আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্র হ’ল ব্যথা! ছায়া ধরার ব্যবসা করি তাও জানোনা বুঝি? রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি! ছায়া নিয়ে সুকুমার রায়ের ছায়াবাজি। রাতেও ছায়া, দিনেও ছায়া। সেই ছায়ার সঙ্গে কুস্তি! কিন্তু সূর্যের আলোয় আচমকা যদি সেই ছায়া উধাও হয়ে যায়? তাও আবার দু’ সেকেন্ডের জন্য?
advertisement
আরও পড়ুন- ভেটকি ৬০০, ইলিশ ১৮০০! আগুন মাছের বাজার, জামাই ষষ্ঠীর ছুঁতোয় দামি আম-লিচুও
হ্যাঁ, রবিবার এমনই ঘটনা দেখবে কলকাতা। রবিবার নো-শ্যাডো ডে। সূর্যের গতিপথের উত্তরায়ণ এবং দক্ষিণায়ণের সঙ্গে বছরে দু’বার এমন দৃশ্য দেখা যায়। বিশেষ এই সময়ে পৃথিবীর ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে কোনও ছায়া পড়ে না। তখন মাথার উপরে থাকে সূর্য।
advertisement
advertisement
মাত্র ২ সেকেন্ডের জন্য তখন সেই জায়গা ছায়াহীন হয়ে যায়। জ্যোতির্বিজ্ঞানী সঞ্জীব সেনের কথায়, সূর্য-পূথিবীর অবস্থানের হেরফের। আর সেই কারণেই একেবারে মাথার উপর থাকবে সূর্য। সে কারণেই ছায়া অমিল থাকবে কিছুক্ষণ'।
নিজের ছায়া খোঁজার অপেক্ষায় কলকাতা। কাল, রবিবার। নো শ্যাডো ডে। অর্থাত দিনের একটা নির্দিষ্ট সময়ে কাল যে কোনও মানুষ বা বস্তুর ছায়া গায়েব হবে। সূর্যের গতিপথের উত্তরায়ণ এবং দক্ষিনায়নের হাত ধরে বছরের দুটি দিন নো শ্যাডো ডে পাই আমরা। কেউ খেয়াল করেন। কেউ বা করেন না।
advertisement
কাল সেই প্রথম দিন। কলকাতার ঠিক সকাল ১১ টা ৩৫ মিনিটে যে কোনো ব্যক্তি বা বস্তুর মাথার একেবারে আড়াআড়ি ওপরে আসবে সূর্য। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয়, Lattitude Declination . কলকাতার বিভিন্ন অঞ্চল বা এলাকাভেদে এই ম্যাজিক শুরুর সময়কাল দু থেকে তিন সেকেন্ডের তারতম্যে হবে। ছায়াহীন হবে কলকাতা।
একমাত্র মাটিতে ব্যাকাভাবে অবস্থিত কোনো বস্তু ছাড়া অন্য যে কোনো বস্তু কিছুক্ষণের জন্য ছায়া হারাবে। একই ঘটনার পুনরাবৃত্তি হবে ফের জুলাই মাসের ৭ তারিখ। সেদিন এই ঘটনা মধ্য কলকাতায় ঘটবে সকাল ১১ টা ৪১ মিনিটে। স্থায়িত্ব হবে বড়জোড় সেকেন্ড দুয়েক।
advertisement
আরও পড়ুন- তৈরি হবে আন্তর্জাতিক মানের নীল-গোলাপি মেট্রো কোচ! উত্তরপাড়া ঘিরে উৎসাহ তুঙ্গে
এলাকাভিত্তিক সময়ের সামান্য তারতম্য ঘটবে। গোটা বিশ্ব অবশ্য এই বিরল সময়ের সাক্ষী থাকবে না। শুধুমাত্র সাড়ে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সাড়ে ২৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিশ্বের যে সমস্ত দেশ আছে, এমন ঘটনা প্রত্যক্ষ করতে পারবে একমাত্র তারাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2022 4:10 PM IST