Bengal Industry: তৈরি হবে আন্তর্জাতিক মানের নীল-গোলাপি মেট্রো কোচ! উত্তরপাড়া ঘিরে উৎসাহ তুঙ্গে

Last Updated:

Bengal Industry: হিন্দমোটর-উত্তরপাড়াকে ঘিরে শিল্পের জোয়ার। চলতি বছর থেকেই শুরু হতে চলেছে কাজ৷ বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে পুণে মেট্রোর কোচ। আর তা বানানো হবে উত্তরপাড়ায়।   

ইতালীয় মডেলে মেট্রো কোচ বানাবে উত্তরপাড়া
ইতালীয় মডেলে মেট্রো কোচ বানাবে উত্তরপাড়া
#কলকাতা: দেশের সবচেয়ে আধুনিক মেট্রো পেতে চলেছে মহারাষ্ট্র। পুণে মেট্রো হতে চলেছে আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো। আর সেই মেট্রোই এবার বানানো হবে এই রাজ্যে। চলতি বছর থেকেই শুরু হতে চলেছে সেই কাজ৷ বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে পুণে মেট্রোর কোচ। আর তা বানানো হবে উত্তরপাড়ায়। ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতের মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই। যার জেরে উৎসাহিত শিল্পমহল (Bengal Industry)।
ইতালীয় মডেলে মেট্রো কোচ বানাবে উত্তরপাড়া ইতালীয় মডেলে মেট্রো কোচ বানাবে উত্তরপাড়া
এই কোচ ফ্যাক্টরি ঘিরে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি নিজেই জানিয়েছেন উত্তরপাড়ার কাছে তৈরি হচ্ছে কোচ। এই সব শিল্প ঘিরে চাকরি হবে এলাকার ও এই রাজ্যের ছেলে-মেয়েদের। অনেকেই আবার বলেছেন পরিবহণ ইঞ্জিনিয়ারিং সেক্টরে পুণে মেট্রোর মাধ্যমে সূচিত হতে চলেছে আত্মনির্ভর ভারত। ইতিমধ্যেই পুণে মেট্রো নিয়ে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক ঘোষণা করে দিয়েছে। ২০২১ সালের জুন মাসে তাই পুণে মেট্রোর জন্যে প্রথম ৩টি ট্রেন সেট এসে পৌছে গিয়েছে ভারতে। টিটাগড় ওয়াগনের (Bengal Industry) ইটালির কারখানায় বানানো হচ্ছে এই মেট্রো কোচগুলি। সেখান থেকেই ভারতে আসবে।
advertisement
advertisement
কেন্দ্রীয় নগরায়ন মন্ত্রকের সচিব দূর্গা শঙ্কর মিশ্র আগেই জানিয়েছেন, "প্রথম ৩টি ট্রেন সেট ইতালি থেকে আসলেও, বাকি সব ট্রেন তৈরি করা হবে ভারতেই। আর সেই কাজ করবে বাংলার সংস্থা টিটাগড় ওয়াগন।" পুণে মেট্রোর জন্যে প্রয়োজন মোট ১০২টি কোচ। তিনটি করে কোচ নিয়ে একটা করে ট্রেন সেট বানানো হবে। প্রতিটি কোচই হবে অত্যন্ত আধুনিক মানের।
advertisement
সংস্থা সূত্রে খবর, দেশে এর আগে এমন কোচ বানানো হয়নি। প্রতিটি কোচ হতে চলেছে অ্যালুমিনিয়ামের। যা সাধারণ মেট্রো কোচের চেয়ে প্রায় ৫ টন হালকা হতে চলেছে। এই কোচ (Bengal Industry) হবে পরিবেশ বান্ধব। লো কার্বন ফুট প্রিন্ট। সংস্থা সূত্রে দাবি, এই কোচ চালু হলে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। গোটাটাই ইতালিয়ান প্রযুক্তি ব্যবহার করে বানানো হচ্ছে। কোচগুলির ভেতরে জায়গা অনেকটাই বেশি। থাকছে বেশ বড় জানলা। হ্যান্ডেল রয়েছে সুবিধাজনক উচ্চতায়।
advertisement
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে এই প্রথম থাকছে অ্যান্টি ড্র‍্যাগ সিস্টেম। যার ফলে যদি কোনওভাবে দরজায় কিছু আটকে যায়, অত্যন্ত সূক্ষ্ম কিছু আটকে গেলেও ট্রেন চালু হবে না। কামরার ভেতরে থাকছে ইনফ্রারেড ফায়ার ডিটেকশন ইউনিট।যাত্রীদের বসার আসন হবে বেশি আরামদায়ক। থাকছে হুইল চেয়ার রাখার ব্যবস্থা। গোটা কামরায় থাকছে একাধিক সিসি ক্যামেরা। যা থেকে ফিড পাবেন মোটরম্যান। ফলে কামরার প্রতিটি কোণায় কি হচ্ছে তা নজরে থাকবে মোটরম্যানের।
advertisement
এছাড়া থাকছে টকব্যাক সিস্টেম। ফলে যাত্রীরা কথা বলতে পারবেন মোটরম্যানের সাথে। পুণে মেট্রোর জন্যে থাকছে ব্লু ও পিঙ্ক থিম। তাই কোচের বাইরের সজ্জা হবে নীল ও গোলাপি রঙের। দেখতেও হবে ইউরোপীয়ান স্টাইলের। আপাতত সেই কাজ দ্রুত গতিতে চলছে মিলানে। আগামী বছর থেকে যা হবে ভারতে। টিটাগড় ওয়াগনের সিএমডি উমেশ চৌধুরী জানিয়েছেন, "উত্তরপাড়া কারখানায় আমরা বেশ কিছু বদল আনছি। প্রযুক্তিগত বদল নিয়ে আসা হচ্ছে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Industry: তৈরি হবে আন্তর্জাতিক মানের নীল-গোলাপি মেট্রো কোচ! উত্তরপাড়া ঘিরে উৎসাহ তুঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement