সব্জির দাম কিছুটা আয়ত্তের মধ্যে৷ কিন্তু জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে মনের মতো মাছ দিতে গেলে হাত পুড়বে মধ্যবিত্তের৷ জামাই ষষ্ঠীর আগের দিন গড়িয়াহাট এবং মানিকতলা বাজার ঘুরে অন্তত সেরকমই ইঙ্গিত মিলছে৷ আগামিকাল রবিবার, দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ব্যবসায়ীদের৷ তথ্য- উজ্জ্বল রায় এবং বিশ্বজিৎ সাহা