শ্যামাপ্রসাদ নয়, নাম বদলে বিবেকানন্দের নামে হোক, সুকান্তকে পাল্টা কুণালের!

Last Updated:

Sukanta Vs Kunal: অনুষ্ঠান ছিল পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধনের। শিয়ালদহ স্টেশনে ১৪ নম্বর প্ল্যাটফর্মের সামনে মঞ্চ। সেখানেই উপস্থিত বিজেপি তথা কেন্দ্রের একাধিক মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেই মঞ্চে বক্তব্য রাখার সময় বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন৷

সুকান্ত বনাম কুণাল
সুকান্ত বনাম কুণাল
কলকাতা: অনুষ্ঠান ছিল পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধনের। শিয়ালদহ স্টেশনে ১৪ নম্বর প্ল্যাটফর্মের সামনে মঞ্চ। সেখানেই উপস্থিত বিজেপি তথা কেন্দ্রের একাধিক মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেই মঞ্চে বক্তব্য রাখার সময় বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন৷
সুকান্তর কথায়, ‘আজ অত্যন্ত আনন্দদের দিন। রেল গোটা ভারতবর্ষকে রক্তের মতো সচল রাখতে সাহায্য করে। ভারতবর্ষের রেল একের পর এক মাইল ফলক ছুঁয়ে ফেলছে। সে বন্দেভরত হোক কিংবা এসি লোকাল। রেলের ক্ষেত্রে অতীতের সরকারের চেয়ে ৫ গুন টাকার পরিমাণ বাড়িয়েছে আমাদের সরকার’।
advertisement
advertisement
পাশাপাশি তিনি বলেন ‘আরও কাজ আাকি আছে৷ রাজ্য যেখানে জমি দিচ্ছে না। সেগুলি দিয়ে দিক আরও কাজ হবে’। তবে এই মঞ্চ থেকেই একটি দাবি করলেন সুকান্ত মজুমদার  তা হল, শিয়ালদহ স্টেশনের নাম রাজ্য সরকার শ্যামপ্রসাদ স্টেশন নামকরণ করুক৷ কারণ হিসেবে তিনি জানান শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান বাংলার ক্ষেত্রে অপরিসীম। মুখ্যমন্ত্রী শ্যামপ্রসাদের জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এই নামকরণ হলে বার্তা যাবে তিনি আসলেই শ্যামপ্রসাককে ভালোবাসেন ৷
advertisement
তবে এই বিষয়ে তৃণমূলের কুণাল ঘোষ পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, ‘শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করতে হলে তাহলে সেটা বিবেকানন্দের নামে হোক। কারণ হিসেবে তাঁর যুক্তি, ‘শিকাগো থেকে বিশ্ব জয় করে স্বামীজি ফিরেছিলেন শিয়ালদহ স্টেশন৷ তাই এই স্টেশনের নাম বদল হলে তা হোক বিবেকানন্দ স্টেশন।
advertisement
এই এসি লোকাল একটা নবদিগন্ত খুলপ দেবে পূর্ব ভারতের রেলের ক্ষেত্রে। এমনই বলছেন রেল কর্তৃপক্ষ থেকে মন্ত্রীও৷ নিত্যযাত্রী, অফিস যাত্রীদের সুবিধে হবে। তবে ভাড়া অনেক। সাধারণ লোকাল ট্রেনের চেয়ে অনেক অনেক বেশি। এই ট্রেনের চাহিদা সাধারণ মানুষর মধ্যে কেমন হয় সেটাই দেখে নিতে চাইছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে তারা বলছেন এখন আপাতত একটিই ট্রেন চলবে শিয়ালদহ থেকে রানাঘাট ও রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
শ্যামাপ্রসাদ নয়, নাম বদলে বিবেকানন্দের নামে হোক, সুকান্তকে পাল্টা কুণালের!
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement