Salt Lake Case: ‘ম্যাডাম কারসাজি করে বাবাকে মারল কিনা...’! সল্টলেকে পিটিয়ে খুনে নয়া মোড়, কে এই ম্যাডাম? অভিযুক্ত ড্রাইভারের সঙ্গে কী যোগ?
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Salt Lake Case: সল্টলেকে গৌতম প্রামাণিককে পিটিয়ে খুনের অভিযোগে এবার নতুন মোড়।
সল্টলেক: সল্টলেকে গৌতম প্রামাণিককে পিটিয়ে খুনের অভিযোগে এবার নতুন মোড়। গৌতম প্রামাণিক অভিযোগ করেন এনজিওর মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরই খুন করেছে তার বাবাকে। অন্যদিকে এনজিও-এর মালিক বলাকা বিশ্বাস কোনও ভাবেই স্বীকার করছেন না আব্দুল কবির ওনার ড্রাইভার কিনা?
বলাকা বিশ্বাস বলেন, ‘‘গৌতম প্রামাণিক আমার কাছে খাবার নিত না, আমিই খাবার দিতাম একদিন পরিচয় হয়েছিল। তখন জেনেছিলাম উনি পশু প্রেমি৷ ও আমি বলেছিলাম আমি খাবার দিতে না পারলে সেদিন তুই যাস৷ তখন ও বলে কিছু টাকা দিলে ভাল হয়৷ তাই বেতন দিতাম।’’
advertisement
advertisement
অন্যদিকে গৌতম প্রমাণিকের ছেলে বাবিন প্রামাণিক সন্দেহ ওই এনজিও মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরই তার বাবাকে খুন করেছে। কারণ বাবিনের দাবি প্রায়শই নাকি গৌতম প্রামাণিকের থেকে টাকা ধার চাইত অভিযুক্ত কবির। পাশাপাশি তাঁর অভিযোগের তির বলাকা বিশ্বাসের দিকেও। তিনি বলেন, ‘‘এখন জানি না ম্যাডাম কারসাজি করে বাবাকে মারল কিনা।’’
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বলাকা বিশ্বাসের বাড়িতে পোষ্যদের খাবার দেওয়া ও গাড়ির চালক ছিলেন আব্দুল কবির৷ কোনও একটা ঝামেলা হওয়ার জন্য কাজ থেকে ছাড়িয়ে দেন বলাকা বিশ্বাস পরে এই মৃত গৌতম প্রামাণিককে কাজে নিযুক্ত করেন তিনি। এই রাগেই ১১ তারিখ আব্দুল করিম মহ: সিকেন্দারকে সঙ্গে নিয়ে মারধর করে গৌতম প্রামাণিককে৷ বেকায়দায় মাথার কাছে লাগে। যার ফলে মৃত্যু, পুলিশ সূত্রে খবর।
advertisement
এমনকি এনজিও মালিক যে পরিমাণ খাবার কুকুরের জন্য দিত তা পুরোপুরি কবির গৌতমকে দিত না বলেও অভিযোগ৷ কবীরের সঙ্গে আরও তিন জন ছিল ১১ তারিখ রাতে বলে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন প্রামাণিকের অভিযোগ৷ প্রসঙ্গত, মৃত্যু ঠিক কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আরও ভালভাবে বোঝা যাবে বলেই জানাচ্ছেন তদন্তকারী কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 19, 2025 6:37 PM IST









