Salt Lake: অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড়

Last Updated:

Salt Lake: পিটিয়ে খুন করা হয়েছে তার বাবাকে। গৌতম প্রামাণিক খুনে এমনটাই অভিযোগ আনেন ছেলে বাবিন প্রামাণিক।

অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড়  প্রতীকী ছবি
অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড় প্রতীকী ছবি
সল্টলেক: পিটিয়ে খুন করা হয়েছে তার বাবাকে। গৌতম প্রামাণিক খুনে এমনটাই অভিযোগ আনেন ছেলে বাবিন প্রামাণিক। সল্টলেকের ভিআইপির বাসিন্দা গৌতম প্রামাণিক খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হল এসএসকেএম হাসপাতালে।
সূত্রের খবর, গৌতম প্রামণিক সায়েন্সসিটি থেকে মুকুন্দপুর পর্যন্ত কুকুরকে খাবার দেবার কাজ করতেন। সল্টলেক সেকটর থ্রীর একটি এনজিও থেকে রোজ খাবার আনতেন। ১১ তারিখ রাত ১০ টার দিকে এনজিওর মালিক বলাকা বিশ্বাসের থেকে রোজদিনের খাবার আনতে গেলে তাকে কেউ বা কারা মারধর করে বলে অভিযোগ ছেলের।
advertisement
advertisement
বিধাননগর সাউথ থানায় অভিযোগ দায়ের করে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন৷ বাবিনের সন্দেহ ওই এনজিও মালিকের ড্রাইভার শাহ আব্দুল কবীরই তার বাবাকে খুন করেছে। কারণ বাবিনের দাবি প্রায়শই নাকি গৌতম প্রামাণিকের থেকে টাকা ধার চাইত অভিযুক্ত কবির।
advertisement
এমনকি এনজিও মালিক যে পরিমাণ খাবার কুকুরের জন্য দিত তা পুরোপুরি কবির গৌতমকে দিত না৷ কবীরের সঙ্গে আরও তিন জন ছিল ১১ তারিখ রাতে বলে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন প্রামাণিকের অভিযোগ৷ প্রসঙ্গত, মৃত‍্যু ঠিক কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আরও ভালভাবে বোঝা যাবে বলেই জানাচ্ছেন তদন্তকারী কর্তারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake: অভুক্ত পথ কুকুরদের মুখে তুলে দিতেন খাবার, তাকে কেন পিটিয়ে খুন? অভিযুক্ত ‘ড্রাইভার’ গ্রেফতার হতেই ‘ফাঁস আসল কারণ’! সল্টলেক খুনে বড় মোড়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement