Trigrohi Rajyoga:কালীপুজোয় চরম শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগে 'কোটিপতি' হবে এই ৩ রাশি, সম্পত্তি বাড়বে, সৌভাগ্য ফুলেফেঁপে উঠবে

Last Updated:
২০ অক্টোবর কালীপুজোয় ঘটতে চলেছে এক বিশেষ ত্রিগ্রহী যোগ। সূর্য, মঙ্গল ও বুধ তুলা রাশিতে অবস্থান করবে।
1/6
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও গ্রহদের সংযোগে রাজযোগ তৈরি হয়।
বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও গ্রহদের সংযোগে রাজযোগ তৈরি হয়।
advertisement
2/6
২০ অক্টোবর কালীপুজোয় ঘটতে চলেছে এক বিশেষ ত্রিগ্রহী যোগ। সূর্য, মঙ্গল ও বুধ তুলা রাশিতে অবস্থান করবে।
২০ অক্টোবর কালীপুজোয় ঘটতে চলেছে এক বিশেষ ত্রিগ্রহী যোগ। সূর্য, মঙ্গল ও বুধ তুলা রাশিতে অবস্থান করবে।
advertisement
3/6
এই তিনটি গ্রহ একসঙ্গে থাকার ফলে তৈরি হবে শক্তিশালী যোগ যার প্রভাব পড়বে ৩ রাশির উপর। ত্রিগ্রহী যোগের কারণে তিন রাশির জীবন সৌভাগ্যে ফুলেফেঁপে উঠবে, উপচে পড়বে টাকা, জেনে নিন তালিকায় আছে কোন ৩ সৌভাগ্যবানেরা--
এই তিনটি গ্রহ একসঙ্গে থাকার ফলে তৈরি হবে শক্তিশালী যোগ যার প্রভাব পড়বে ৩ রাশির উপর। ত্রিগ্রহী যোগের কারণে তিন রাশির জীবন সৌভাগ্যে ফুলেফেঁপে উঠবে, উপচে পড়বে টাকা, জেনে নিন তালিকায় আছে কোন ৩ সৌভাগ্যবানেরা--
advertisement
4/6
তুলা: তুলা রাশিতেই এই বিরল যোগ গঠিত হচ্ছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন সুযোগ আসবে, অতীতের আথফিক অনটন কেটে যাবে! সমস্ত ধার-দেনা থেকে মুক্তি মিলবে। আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবন সুখে পরিপূর্ণ হবে। এই সময় নতুন ব্যবসার পরিকল্পনা করলে সাফল্য মিলবে।
তুলা: তুলা রাশিতেই এই বিরল যোগ গঠিত হচ্ছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন সুযোগ আসবে, অতীতের আথফিক অনটন কেটে যাবে! সমস্ত ধার-দেনা থেকে মুক্তি মিলবে। আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবন সুখে পরিপূর্ণ হবে। এই সময় নতুন ব্যবসার পরিকল্পনা করলে সাফল্য মিলবে।
advertisement
5/6
মকর: চাকরিজীবীরা পদোন্নতির খবর পেতে পারেন, ব্যবসায় অভূতপূর্ণ সাফল্য মিলবে। দীর্ঘদিনের আথফিক অনটন ঘুঁচে যাবে,টাকার মুখ দেখবেন। সন্তানের কৃতিত্বে গর্বিত হবার পালা।
মকর: চাকরিজীবীরা পদোন্নতির খবর পেতে পারেন, ব্যবসায় অভূতপূর্ণ সাফল্য মিলবে। দীর্ঘদিনের আথফিক অনটন ঘুঁচে যাবে,টাকার মুখ দেখবেন। সন্তানের কৃতিত্বে গর্বিত হবার পালা।
advertisement
6/6
ধনু: আর্থিক দিক থেকে বিপুল লাভবান হবেন। ব্যবসা বা নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। বিদেশে যাওয়ার সম্ভাবনা খুলে যাবে।
ধনু: আর্থিক দিক থেকে বিপুল লাভবান হবেন। ব্যবসা বা নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। বিদেশে যাওয়ার সম্ভাবনা খুলে যাবে।
advertisement
advertisement
advertisement