ভাইয়ের মঙ্গলে কেউ প্রতিপদে ফোঁটা দেন, কেউ দ্বিতীয়ায়! কেন দু-দিন ধরে ভাইফোঁটা হয় জানেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রতিপদে ফোঁটা হলে কিন্তু ছড়াটাও বদলে যায়। সেক্ষেত্রে বলা হয়, ‘প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা।’ আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’ এটাই তিন বার বলতে হয়। বোন বা দিদিরা বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেয়।
advertisement
advertisement
প্রতিপদে ফোঁটা হলে কিন্তু ছড়াটাও বদলে যায়। সেক্ষেত্রে বলা হয়, ‘প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা।’ আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’ এটাই তিন বার বলতে হয়। বোন বা দিদিরা বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেয়।
advertisement
advertisement
কেউ হোমের টিকা, কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন। কিন্তু কেন কড়ে আঙুল ব্যবহার করা হয় সেটা অনেকেই জানেন না। এটি মহাশূন্যের প্রতীক। আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম অবস্থান করে। ব্যোম হচ্ছে কড়ে আঙুল। ভাইবোনের পারস্পরিক ভালবাসা যেন অসীম ও অনন্ত হয়, তাই এই আঙুলের ব্যবহার।
advertisement