আদরের মেয়ে 'কৃষভি'কে ধনতেরাসে 'বিশেষ' উপহার কাঞ্চনের! শ্রীময়ীর ভিডিও দেখে দর্শকেরা একেবারে চমকে গেল

Last Updated:
শেয়ার করা ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘সকলকে শুভ ধনতেরাস। আর এখন বাঙালির বারো মাসে তেরো পার্বন। সব উৎসবই আমরা Celebrate করি। ধনতেরাসে জানি বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। অনেকে কালীলক্ষ্মীর পুজো করেন। আর আমার ছোট্ট লক্ষ্মীকে তার বাবা একটা উপহার দিয়েছে।’
1/5
১ নভেম্বর গত দীপাবলির দিন ঘরে ‘লক্ষ্মী’ এসেছে কাঞ্চন-শ্রীময়ীর। ভগবান কৃষ্ণের সঙ্গে নাম মিলিয়ে কন্যাসন্তানের নাম রেখেছেন কৃষভি।
১ নভেম্বর গত দীপাবলির দিন ঘরে ‘লক্ষ্মী’ এসেছে কাঞ্চন-শ্রীময়ীর। ভগবান কৃষ্ণের সঙ্গে নাম মিলিয়ে কন্যাসন্তানের নাম রেখেছেন কৃষভি।
advertisement
2/5
আর এই দীপাবলির ঠিক আগেই, ধনতেরাসে আদরের মেয়েকে কাঞ্চন দিলেন চোখ ধাঁধানো উপহার।
আর এই দীপাবলির ঠিক আগেই, ধনতেরাসে আদরের মেয়েকে কাঞ্চন দিলেন চোখ ধাঁধানো উপহার।
advertisement
3/5
শেয়ার করা ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘সকলকে শুভ ধনতেরাস। আর এখন বাঙালির বারো মাসে তেরো পার্বন। সব উৎসবই আমরা Celebrate করি। ধনতেরাসে জানি বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। অনেকে কালীলক্ষ্মীর পুজো করেন। আর আমার ছোট্ট লক্ষ্মীকে তার বাবা একটা উপহার দিয়েছে।’
শেয়ার করা ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘সকলকে শুভ ধনতেরাস। আর এখন বাঙালির বারো মাসে তেরো পার্বন। সব উৎসবই আমরা Celebrate করি। ধনতেরাসে জানি বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। অনেকে কালীলক্ষ্মীর পুজো করেন। আর আমার ছোট্ট লক্ষ্মীকে তার বাবা একটা উপহার দিয়েছে।’
advertisement
4/5
মেয়ের হাতে একটি গয়নার বাক্স তুলে দেন শ্রীময়ী। লাল রঙের বাক্সটি বেশ পছন্দ শিশুটিরও। যদিও ভিতরে কী আছে, তা দেখাননি অভিনেত্রী।
মেয়ের হাতে একটি গয়নার বাক্স তুলে দেন শ্রীময়ী। লাল রঙের বাক্সটি বেশ পছন্দ শিশুটিরও। যদিও ভিতরে কী আছে, তা দেখাননি অভিনেত্রী।
advertisement
5/5
শনিবার, ১৮ অক্টোবর বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হয় ত্রয়োদশী তিথি। এটি চলে রবিবার, ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিট পর্যন্ত। এদিনই ছিল ধনতেরাস।
শনিবার, ১৮ অক্টোবর বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হয় ত্রয়োদশী তিথি। এটি চলে রবিবার, ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিট পর্যন্ত। এদিনই ছিল ধনতেরাস।
advertisement
advertisement
advertisement