'‘কোন জ্যোতিষীকে দেখাচ্ছেন তৃণমূল নেতারা? জানতে পারলে আমিও সেই জ্যোতিষীর দ্বারস্থ হয়ে ডিয়ার লটারির টিকিট কাটব’- সুকান্ত মজুমদার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শুভেন্দুর পর সরব সুকান্ত। জনপ্রিয় ডিয়ার লটারির সাপ্তাহিক টিকিট কেটে এক কোটি টাকা জিতলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা।
# কলকাতা: '‘কোন জ্যোতিষীকে দেখাচ্ছেন তৃণমূলের নেতারা? জানতে পারলে আমিও সেই জ্যোতিষীর কাছে যেতাম আর লটারির টিকিট কাটতাম। আমি ভাগ্যবান নেতাদের কাছে জানতে চাইব যে, যেভাবে এখন তৃণমূল পরিচিতরা লটারির টিকিট কেটে মোটা টাকা পাচ্ছে তা কী ভাবে সম্ভব হচ্ছে?’’ ডিয়ার লটারি প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই শাসক দলকে 'খোঁচা' দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
লটারিতে কয়েকমাস আগে এক কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল৷ চলতি বছরের শুরুর দিকেই সামনে এসেছিল এমন খবর৷ এবার জনপ্রিয় ডিয়ার লটারির সাপ্তাহিক টিকিট কেটে এক কোটি টাকা জিতলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে সে খবর প্রকাশও করেছে লটারি আয়োজক সংস্থা। স্বভাবতই যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
advertisement
আরও পড়ুন - Weight Loss Tips: পেটের মেদ ঝরবে তরতরিয়ে! সপ্তাহে একবারও অন্তত যদি এই খাবারগুলো পাতে পড়ে
advertisement
তৃণমূল বিধায়কের লটারিতে এক কোটি টাকা জেতার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তৃণমূল বিধায়কের স্ত্রীর লটারি জয়ের খবর প্রকাশ্যে আসার পরই একাধিক ট্যুইট করেছেন বিরোধী দলনেতা৷ তাঁর বিস্ফোরক অভিযোগ, '‘ডিয়ার লটারির আড়ালে রাজ্যে চলছে আর্থিক দুর্নীতি। ওই লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হচ্ছে।’’ ট্যুইটারে তাঁর অভিযোগ, '‘সহজে টাকা জেতার টোপ দিয়ে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষকে লটারির নেশা ধরানো হচ্ছে৷ কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ টিকিট কেটে এভাবেই তাঁরা নষ্ট করছেন আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা তাঁদের পয়সায় লাভবান হচ্ছেন৷’’
advertisement
অন্য একটি ট্যুইটে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, '‘এটি টাকা তছরুপ করার সহজ উপায়৷ সাধারণ মানুষ টিকিট কেনে আর তৃণমূল নেতারা বাম্পার পুরস্কার জেতে৷ প্রথমে অনুব্রত মণ্ডল জ্যাকপট জিতলেন আর এখন বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী এক কোটি জিতলেন।’’ শুভেন্দু অধিকারীর পর এবার সুকান্ত মজুমদার। ডিয়ার লটারি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দল তথা সরকারকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2022 7:44 AM IST

