'তৃণমূল গোটাটাই একটা নর্দমা...', বিস্ফোরক কটাক্ষ সুকান্ত মজুমদারের! কোন প্রসঙ্গে?

Last Updated:

Sukanta Majumdar: অভিনেত্রী তথা তৃণমূল এর প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-এর তলব করার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
কলকাতা: অভিনেত্রী তথা তৃণমূল এর প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-এর তলব করার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেব থাকুক আর মিমি থাকুক, তৃণমূলে থাকলে সে চোর হবেই। তৃণমূল গোটাটাই একটা নর্দমা। নর্দমায় যদি আপনি স্বচ্ছ পরিষ্কার জল ঢালেন তাহলে সেটাও কালো হয়ে যায়। ঠিক তেমনি যদি কেউ ভালভাবে সৎ পথে থেকে তৃণমূলে যান তাহলে তিনিও ওই দুর্নীতি এবং চুরির পাকে পড়ে কালো হবেন। মিমি, দেব, শুভশ্রী সে যেই হোক না কেন।
advertisement
advertisement
তিনি আরও বলেন, “যদি মিমি চক্রবর্তী ডাক পেয়ে থাকেন তলবের নোটিশ পেয়ে থাকেন তাহলে তিনি সারা দেবেন।” মিমি চক্রবর্তীকে ইডির তলবের পাশাপাশি সুকান্ত মজুমদার বাংলায় অনুপ্রবেশের বিষয়টি নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের ডিএনএ-তে সমস্যা রয়েছে। তারা একদিকে অনুপ্রবেশকারীদের জায়গা করে দেয়, আবার অন্যদিকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে।”
advertisement
সুকান্ত মজুমদারের এই মন্তব্য তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পুরনো অভিযোগগুলোকেই আরও একবার সামনে নিয়ে এল। সুকান্তের এই মন্তব্যে স্পষ্ট যে, বিজেপি বেটিং অ্যাপ কেলেঙ্কারির মতো ইস্যুগুলোকে তৃণমূলের বিরুদ্ধে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। মিমি চক্রবর্তীর মতো জনপ্রিয় মুখকে ইডির তলব করার ঘটনাকে সামনে এনে বিজেপি রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরও জোরালো করার চেষ্টা করছে।
advertisement
এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ইস্যুগুলি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াবে। তবে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক ইস্যু হিসেবে বাংলা বাঙালির পাশাপাশি অনুপ্রবেশকারীও যে বড় মাত্রা দিতে চলেছে তা বলাই বাহুল্য। অপরদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বালি থেকে বেটিং চক্র নিয়ে কতখানি তদন্তে সাফল্য লাভ করে সেটাও দেখার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'তৃণমূল গোটাটাই একটা নর্দমা...', বিস্ফোরক কটাক্ষ সুকান্ত মজুমদারের! কোন প্রসঙ্গে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement