Sukanta Majumdar: ‘আমিও তো মেয়ের বাবা...!’ উৎসবের আবহে বড় সিদ্ধান্ত নিলেন সুকান্ত মজুমদার

Last Updated:

কলকাতার পাশাপাশি জেলাতেও একগুচ্ছ পুজো উদ্বোধনের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল সুকান্ত মজুমদারের। কিন্তু উৎসবের আবহে শেষ পর্যন্ত বিরাট সিদ্ধান্ত নিলেন বঙ্গ পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদার।

উৎসবের আবহে বড় সিদ্ধান্ত নিলেন সুকান্ত মজুমদার (File Photo)
উৎসবের আবহে বড় সিদ্ধান্ত নিলেন সুকান্ত মজুমদার (File Photo)
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কথা ছিল একাধিক পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। কলকাতার পাশাপাশি জেলাতেও একগুচ্ছ পুজো উদ্বোধনের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল সুকান্ত মজুমদারের। কিন্তু উৎসবের আবহে শেষ পর্যন্ত বিরাট সিদ্ধান্ত নিলেন বঙ্গ পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদার।
আরজি কর কাণ্ডে যখন দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন। ঠিক সেই আবহেই উত্তপ্ত জয়নগর কুলতলি এলাকা। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে শনিবার উত্তাল হয় সেই এলাকা। আর এর পরে পরেই প্রতিবাদ হিসেবে এ বছর কোনও দুর্গাপুজো উদ্বোধন করবেন না বলে স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
তবে নিজের হাতে পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল করলেও পুজো মণ্ডপে সশরীরে হাজির থাকবেন বলে জানিয়ে সুকান্ত মজুমদার বললেন, ‘‘ মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে আরজি কর হোক কিংবা কুলতলির ভয়াবহ ঘটনার যেন সঠিক বিচার হয়। আসল অপরাধীরা যাতে কঠোর সাজা পায়।’’
advertisement
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত জানালেন, ‘‘দেবিপক্ষ চলছে। কিন্তু বাংলার দেবীরা আজ সুরক্ষিত নয়। একদিকে আরজিকর কাণ্ডের তরুণী চিকিৎসকের জন্য যেমন প্রত্যেকের মন ভারাক্রান্ত। পাশাপাশি কুলতলিতে যে ভাবে একজন ক্ষুদে ছাত্রীকে খুন করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে, একজন কন্যার পিতা হিসেবে আমি উদ্বিগ্ন, চিন্তিত, ভীত। সে কারণেই আমি পুজো মন্ডপে যাব কিন্তু কোনও পুজোর উদ্বোধন করব না। এভাবেই আমি আমার প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত মজুমদার এও বলেন, ‘‘রাজ্য সরকার ও পুলিশ বাংলার শিশু ও মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। তাই পুজো উদ্বোধনে সামিল না হলেও মণ্ডপে মণ্ডপে গিয়ে মায়ের কাছে আমি প্রার্থনা করব যেন এই সরকারকে যত দ্রুত সম্ভব উৎখাত করার ব্যবস্থা করা হয়।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: ‘আমিও তো মেয়ের বাবা...!’ উৎসবের আবহে বড় সিদ্ধান্ত নিলেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement