Sukanta Majumdar: ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে...’ এই অভিযোগ জানিয়ে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি সুকান্তর
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সন্দেশখালির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁর হাতে রবিবার একটি স্মারকলিপিও তুলে দেন সুকান্ত মজুমদার।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁর হাতে রবিবার একটি স্মারকলিপিও তুলে দেন সুকান্ত মজুমদার।
‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।’ এই অভিযোগ জানিয়ে অবিলম্বে এ ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপের আবেদন করেন সুকান্ত। সন্দেশখালি কাণ্ড নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন সুকান্ত মজুমদার। আর এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হয়ে সুকান্ত মজুমদার সি ভি আনন্দ বোসের হস্তক্ষেপ চাইলেন। ইতিমধ্যেই রাজ্যপাল সন্দেশখালির ঘটনা নিয়ে কড়া বিবৃতি প্রকাশ করেছেন।
advertisement
advertisement
অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তাদের। যদিও এখনও অধরা শেখ শাহজাহান। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বললেন, ‘‘উনিতো তৃণমূলের কাছে সম্পদ। দল থেকে প্রশাসন, সবাই জানে উনি কোথায় আছেন। আমাদের কাছেও নির্দিষ্ট খবর আছে যে শাহজাহান কোথায় আছেন। কিন্তু শীর্ষ মহল থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে পুলিশকে যথাযথ নির্দেশ না দেওয়াতেই পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 6:30 AM IST










