Sukanta Majumdar: 'অত্যন্ত খারাপ...,' গঙ্গাসাগর নিয়ে বড় অভিযোগ আনলেন সুকান্ত

Last Updated:

Sukanta Majumdar: গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ইডেন গার্ডেন সংলগ্ন অঞ্চলে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল ছবি
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল ছবি
কলকাতা: গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ইডেন গার্ডেন চত্বরে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। সেই ক্যাম্পগুলিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "১০ হাজার লিটার জল কিনতে হয়েছে। এই যদি একটি মাত্র ক্যাম্পের অবস্থা হয়, তাহলে বাকিগুলির কেমন অবস্থা বুঝতেই পারছেন। অত্যন্ত খারাপ ব্যবস্থাপনা। আমি বিধানসভায় বিধায়কদের নিয়ে দাবি তুলতে বলব যে তাঁরা যেন গঙ্গাসাগর ভবন তৈরি করার দাবি জানাব।"
বুধবার সন্ধ্যায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ইডেন গার্ডেন সংলগ্ন অঞ্চলে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। কয়েকটি ক্যাম্পের উদ্যোক্তাদের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনাও জানানো হয়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ক্যাম্পের সরকারি ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কাছে কলকাতায় বড় করে গঙ্গাসাগর ভবন তৈরির দাবি জানান বিজেপি রাজ্য সভাপতি।
advertisement
সুকান্ত মজুমদার এই মর্মে বলেন, "যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না করতে পারে, তাহলে বিজেপি ক্ষমতায় এলেই পূণ্যার্থীদের সুবিধার্থে গঙ্গাসাগর ভবন তৈরি করবে।" প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির বাজে কদমতলা গঙ্গার ঘাটে আরতি করতে পুলিশের বাধাকে কেন্দ্র করে মঙ্গলবার তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তথা সরকারের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত।
advertisement
advertisement
পূণ্যার্থীদের খাওয়া-দাওয়ার জন্য তৈরি রান্নাঘরেও গিয়ে সুকান্ত মজুমদারকে দেখা যায় খুন্তি হাতে খিচুড়ি বানানোর কাজে হাত লাগাতে। সেখানেই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে গঙ্গাসাগর ভবন তৈরির প্রসঙ্গ সামনে আনেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: 'অত্যন্ত খারাপ...,' গঙ্গাসাগর নিয়ে বড় অভিযোগ আনলেন সুকান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement