Sukanta Majumdar: 'অত্যন্ত খারাপ...,' গঙ্গাসাগর নিয়ে বড় অভিযোগ আনলেন সুকান্ত
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Sukanta Majumdar: গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ইডেন গার্ডেন সংলগ্ন অঞ্চলে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন সুকান্ত মজুমদার।
কলকাতা: গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ইডেন গার্ডেন চত্বরে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। সেই ক্যাম্পগুলিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "১০ হাজার লিটার জল কিনতে হয়েছে। এই যদি একটি মাত্র ক্যাম্পের অবস্থা হয়, তাহলে বাকিগুলির কেমন অবস্থা বুঝতেই পারছেন। অত্যন্ত খারাপ ব্যবস্থাপনা। আমি বিধানসভায় বিধায়কদের নিয়ে দাবি তুলতে বলব যে তাঁরা যেন গঙ্গাসাগর ভবন তৈরি করার দাবি জানাব।"
বুধবার সন্ধ্যায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ইডেন গার্ডেন সংলগ্ন অঞ্চলে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। কয়েকটি ক্যাম্পের উদ্যোক্তাদের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনাও জানানো হয়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত ক্যাম্পের সরকারি ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কাছে কলকাতায় বড় করে গঙ্গাসাগর ভবন তৈরির দাবি জানান বিজেপি রাজ্য সভাপতি।
advertisement
সুকান্ত মজুমদার এই মর্মে বলেন, "যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না করতে পারে, তাহলে বিজেপি ক্ষমতায় এলেই পূণ্যার্থীদের সুবিধার্থে গঙ্গাসাগর ভবন তৈরি করবে।" প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির বাজে কদমতলা গঙ্গার ঘাটে আরতি করতে পুলিশের বাধাকে কেন্দ্র করে মঙ্গলবার তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তথা সরকারের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত।
advertisement
advertisement
পূণ্যার্থীদের খাওয়া-দাওয়ার জন্য তৈরি রান্নাঘরেও গিয়ে সুকান্ত মজুমদারকে দেখা যায় খুন্তি হাতে খিচুড়ি বানানোর কাজে হাত লাগাতে। সেখানেই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে গঙ্গাসাগর ভবন তৈরির প্রসঙ্গ সামনে আনেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2023 4:55 PM IST









