Mallickbazar hospital tragedy: আজই হাসপাতাল থেকে ছুটি হতো, সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজিত

Last Updated:

মাসখানেক আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন সুজিত৷ দু' দিন আগে বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান তিনি৷

হাসপাতালের কার্নিশে বসে সুজিত অধিকারী৷
হাসপাতালের কার্নিশে বসে সুজিত অধিকারী৷
#কলকাতা: সামান্য সমস্যা নিয়ে দু' দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ আজই ছুটি দিয়ে দিতেন চিকিৎসকরা৷ েলখা হয়ে গিয়েছিল ডিসচার্জ সার্টিফিকেটও৷ কিন্তু বাড়ি ফেরার বদলে আপাতত মল্লিকবাজারের সেই হাসপাতালেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন লেক টাউনের বাসিন্দা সুজিত অধিকারী৷
এ দিন দুপুরে সেই হাসপাতালেরই আট তলার কার্নিশে চলে যান সুজিত৷ পরে সেই কার্নিশ থেকেই পড়ে গিয়ে গুরুতর আঘাত লাগে তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের আট তলার কার্নিশ থেকে পড়ে গিয়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুজিতের একটি হাত৷ টুকরো টুকরো হয়ে গিয়েছে পায়ের হাড়, মাথার খুলি তিন টুকরো হয়ে গিয়েছে৷ গুরুতর আঘাত লেগেছে বুক এবং কোমরেও৷ এই মুহূর্তে মল্লিকবাজারের ওই হাসপাতালেই ভেন্টিলেশনে রয়েছেন সুজিত৷
advertisement
advertisement
মাসখানেক আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন সুজিত৷ দু' দিন আগে বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান তিনি৷ এর পরেই তাঁকে মল্লিকবাজারের ওই হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষায় গুরুতর কিছু না মেলায় আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ সেই মতো এ দিন সকালে সুজিতকে িনতে হাসপাতালে পৌঁছন সুজিতের পিসি সহ পরিবারের সদস্যরা৷ ছুটির জন্য ডিসচার্জ সার্টিফিকেটও লিখে দেন চিকিৎসক৷
advertisement
হাসপাতাল থেকে যখন তাঁকে ছুটি দেওয়ার তোড়জোড় চলছে, ঠিক সেই সময়ই আটতলার এইচডিইউ ইউনিটের জানলা খুলে কার্নিশে নেমে পড়েন সুজিত৷ আড়াই ঘণ্টা ধরে তাঁকে বোঝানো, উদ্ধারের চেষ্টা চলে৷ কিন্তু সেই সব চেষ্টাই বিফলে যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mallickbazar hospital tragedy: আজই হাসপাতাল থেকে ছুটি হতো, সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজিত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement