Subrata Mukherjee: বাম আমলের 'সেই' মামলা, গ্রেফতারি পরোয়ানা জারির পর যা হল সুব্রত মুখোপাধ্যায়ের...

Last Updated:

Subrata Mukherjee: ১৬ নভেম্বরের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়কে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা।

পুজোর লড়াইয়ের প্রথম নাম সুব্রত মুখোপাধ্যায় ও একডালিয়া। ৭৯ বছরের এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। এই পুজো কখনও মেয়রের পুজো, কখনও মন্ত্রীর পুজো, কখনও বা শুধুই নেতার পুজো নামেই পরিচিত হয়ে গেছে। তিনি অবশ্য বলছেন, "এই পুজো কারও নামে নয়। এই পুজোয় একডালিয়ার টানেই মানুষ আসেন ছুটে৷" একডালিয়া পুজোর বিশেষত্ব হল এই পুজোয় কোনও থিম নেই। জাঁকজমকের এই পুজোয় মন্ডপ অবশ্য দর্শনীয় থাকে। বাড়তি পাওনা একটাই একডালিয়ার আলোকসজ্জা। রাজকীয় ঝাড়বাতিতে উজ্জ্বল একডালিয়া।
পুজোর লড়াইয়ের প্রথম নাম সুব্রত মুখোপাধ্যায় ও একডালিয়া। ৭৯ বছরের এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। এই পুজো কখনও মেয়রের পুজো, কখনও মন্ত্রীর পুজো, কখনও বা শুধুই নেতার পুজো নামেই পরিচিত হয়ে গেছে। তিনি অবশ্য বলছেন, "এই পুজো কারও নামে নয়। এই পুজোয় একডালিয়ার টানেই মানুষ আসেন ছুটে৷" একডালিয়া পুজোর বিশেষত্ব হল এই পুজোয় কোনও থিম নেই। জাঁকজমকের এই পুজোয় মন্ডপ অবশ্য দর্শনীয় থাকে। বাড়তি পাওনা একটাই একডালিয়ার আলোকসজ্জা। রাজকীয় ঝাড়বাতিতে উজ্জ্বল একডালিয়া।
#কলকাতা: বাম আমলের পুরনো এক মামলায় সম্প্রতি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। অবশেষে সেই মামলায় বৃহস্পতিবার বিধাননগরের এমপি-এমএলএ আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত। সম্প্রতি ওই মামলায়, ১৬ নভেম্বরের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়কে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। এরপরই মন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশের কপি হাতে পেলে বৃহস্পতিবার তিনি আত্মসমর্পণ করবেন আদালতে। সেই মতো, এদিন আদালতে হাজির হন তিনি। তাঁকে জামিন দিয়েছে আদালত।
প্রসঙ্গত, বাম আমলের পুরানো একটি মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই সময় কড়েয়া থানায় একটি মামলা দায়ের হয়েছিল। এক গাড়ির চালক সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। সেই মামলাতেই এতদিন পর গ্রেফতারি পরোয়ানা জারি করে এমপি-এমএলএ আদালত। সেইসঙ্গেই নির্দেশ দেওয়া হয়েছিল ১৬ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় তাঁকে গ্রেফতারও করা যেত। শেষমেশ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
advertisement
জানা গিয়েছে, বামেরা যখন এ রাজ্যে ক্ষমতায় ছিল, সেই সময় এক গাড়ির চালক সুব্রত বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অপর একটি গাড়ির চালকে আসনে ছিলেন সুব্রত বাবু। কড়েয়া থানায় গিয়ে ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই ঘটনাতেই বিধাননগর বিশেষ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাঁর বিরুদ্ধে। তবে এই ঘটনায় আত্মসমর্পণের জন্য ১৬ নভেম্বর অবধি সময় দেওয়া ছিল। তার অনেক আগেই আদালতে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে তৃতীয় বারের জন্য বাংলায় ক্ষমতায় ফেরে তৃণমূল। স্বপ্নভঙ্গ হয় বিজেপি-র। এরপরই নারদ মামলায় সিবিআই হেফাজতে থাকতে হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। গত ১৭ মে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও আর এক নেতা শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। পরে জামিন পান তাঁরা। এবার বাম আমলের মামলাতেও জামিন পেলেন সুব্রত বাবু।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Subrata Mukherjee: বাম আমলের 'সেই' মামলা, গ্রেফতারি পরোয়ানা জারির পর যা হল সুব্রত মুখোপাধ্যায়ের...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement