Bengal Bjp on Sabyasachi Dutta: তুমুল বিড়ম্বনা! সব্যসাচীর তৃণমূল-যোগে কতটা ক্ষতি, মুখ খুললেন বঙ্গ BJP নেতা

Last Updated:

Bengal Bjp on Sabyasachi Dutta: কেন তৃণমূলে ফিরে গেলেন সব্যসাচী দত্ত? বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলছেন, ''সেটা উনি বলতে পারবেন। আমাদের দলে ছিলেন, ওদের দলে চলে গেছেন। মুকুল রায়ের সঙ্গেই এসেছিলেন। মুকুল রায় চলে গেছেন, তাই তিনিও হয়ত গেলেন।''

সব্যসাচীর তৃণমূল-যোগে বিড়ম্বনায় বিজেপি
সব্যসাচীর তৃণমূল-যোগে বিড়ম্বনায় বিজেপি
#কলকাতা: একদা মুকুল রায়ের হাত ধরে তৃণমূলী মায়া কাটিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। দলের উপর মহলে উঠে গত বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্র থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু পুরনো 'সতীর্থ' সুজিত বসুর কাছে হেরে যান। তারপর থেকেই যেন ক্রমেই বেসুরে বাজছেন সব্যসাচী দত্ত। আজ সকাল পর্যন্তও বিজেপিতে ছিলেন মুকুল রায় ঘনিষ্ঠ এই নেতা। কিন্তু মুখে যা বলছিলেন, তা স্পষ্টতই দলের মতের ১৮০ ডিগ্রি বিপরীত ছিল। তারপর থেকেই বোঝা যাচ্ছিল অলিখিত দেওয়াল লিখন। শেষমেশ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর নিজের পুরনো ঘরে ফিরলেন সব্যসাচী। যোগ দিলেন তৃণমূলে। স্বাভাবিক কারণেই অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনের মধ্যে খড়দহ কেন্দ্রে সব্যসাচীকে সহ পর্যবেক্ষক ঘোষণা করে বিজেপি (Bengal Bjp)। সেই নেতাই উপনির্বাচনের আগেই তৃণমূলে! কী বলছেন বিজেপি নেতারা?
কেন তৃণমূলে ফিরে গেলেন সব্যসাচী দত্ত? বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলছেন, ''সেটা উনি বলতে পারবেন। আমাদের দলে ছিলেন, ওদের দলে চলে গেছেন। মুকুল রায়ের সঙ্গেই এসেছিলেন। মুকুল রায় চলে গেছেন, তাই তিনিও হয়ত গেলেন।'' একইসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে শমীক বলেন, ''তৃণমূল যাদের গদ্দার বলত, সেই গদ্দাররাই আবার চলে যাচ্ছেন।'' কিন্তু বিজেপির কতটা ক্ষতি হল, ''বিজেপি একটা বহমানতা, কে থাকবে, কে যাবে সেটা ভেবে লাভ নেই। বিজেপি নিজের নীতিতে চলবে। বিজেপি কাউকে জোর করে দলে নেয়নি। মানুষের সামনে যা হওয়ার হয়েছে, তিনি যখন বিজেপিতে ছিলেন, তখন তাঁর কথা শুনেছে মানুষ। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে।''
advertisement
advertisement
সব্যসাচীর জন্য দলের তেমন ক্ষতি হল, তা বিজেপি নেতারা মানতে চাইলেও দলের অস্বস্তি লুকোনো যাচ্ছে না কোনওভাবেই। প্রসঙ্গত, লখিমপুর খেরিতে তৃণমূল প্রতিনিধি দল যাওয়া প্রবল কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। সব্যসাচী তার বিরোধিতা করে বলেন, "সব দলের প্রতিনিধি যাওয়ার চেষ্টা করেছেন। যতই টাকা থাকুক না কেন যদি কৃষক না থাকে খাবেনটা কী আপনি ? সেই জায়গায় সেখানে যেটা হয়েছে, আমার মনে হয় সেই রাজ্যের এবং দেশের প্রতি এটা কলঙ্কময় দিন।" অর্থাৎ, বোঝাই যাচ্ছিল বিজেপির বিরোধিতা করছিলেন তিনি। তা অবশ্য বেশ কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছিল। নানা বিষয়ে বেসুরো বাজছিলেন তিনি।
advertisement
অবশেষে আজ, বৃহস্পতিবার শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আজই ওকে (সব্যসাচী) নিয়ে নিতে বলেছি।" তারপরই সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে নিজের পুরনো ঘর তৃণমূলে ফেরেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp on Sabyasachi Dutta: তুমুল বিড়ম্বনা! সব্যসাচীর তৃণমূল-যোগে কতটা ক্ষতি, মুখ খুললেন বঙ্গ BJP নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement