Partha Chatterjee: 'আমাদের সংসার চলে না, আর পার্থ চুরি করে গেছেন', জুতো ছুড়ে শান্ত শুভ্রার তীব্র আক্রমণ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee: বিষ্ণুপুরের আমতলায় কৃপারামপুর একান্নবর্তী পরিবারে সাদামাটা জীবন শুভ্রা ঘড়ুইয়ের।
#বিষ্ণুপুর: স্বভাবে শান্ত। পাড়াতেও বিবাদ নেই। সকলের সামনে পার্থ চট্টোপাধ্যায়কে চটি ছুড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন গৃহবধূ শুভ্রা ঘড়ুই। দাঁতের যন্ত্রণায় নিজে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে কী প্রচণ্ড রাগে এমন পদক্ষেপ শুভ্রার? এই ঘটনা ঘটিয়ে ফেলে অবশ্য নিরাপত্তাহীনতা এবং ভয়ে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন শুভ্রা।
তিনি বলছেন, ''ভিখারি ভিক্ষার টাকা চাইছে, দিতে পারছি না। সংসার চলছে না। আর ওঁর বাড়িতে কোটি কোটি টাকা! টিভি খুললেই কার টাকা কার টাকা। আমি অসুস্থ। সামনে পেয়েছি, আমার রাগ সামলাতে পারিনি তাই জুতো দিয়ে মেরেছি।'' বলছেন শুভ্রা ঘড়ুই। শুভ্রার স্বামী সমীর ঘড়ুইয়েরও অবশ্য আর্জি, তাঁদের নিজেদের মতো থাকতে দেওয়া হোক। মেয়েদের পড়াশোনার জন্য টাকা পয়সার দুশ্চিন্তায় ইতিমধ্যেই ঘুম ছুটেছে কৃপারামপুর ঘড়ুই পাড়ার বাসিন্দা সমীর ও শুভ্রার। মঙ্গলবার সেই দুশ্চিন্তারই কি ছাপ পড়ল শুভ্রার এই কাজে?
advertisement
advertisement
বিষ্ণুপুরের আমতলায় কৃপারামপুর একান্নবর্তী পরিবারে সাদামাটা জীবন শুভ্রার। স্বামী একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। দুই মেয়েকে নিয়ে সংসার। রাজনীতির কোন রং বোঝেন না শুভ্রা। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, রয়েছে স্বাস্থ্য সাথীর কার্ড, পান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। রাজ্য সরকারের উপর তার কোন রাগ নেই কিন্তু সাধারণ মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনছেন?
advertisement
শুভ্রার কথায়, ''রাজ্যের মানুষের এত অসুবিধা, আমাদের কত অসুবিধা, সবের মূলে পার্থ। তাই সামনে পেয়েছি মেরে দিয়েছি।'' দুই মেয়ে বড় মেয়ে উচ্চমাধ্যমিক পাশ করে নার্সিং পড়ার চেষ্টা করছে, ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে, ছোট মেয়ে বড় হলে শিক্ষিকা হওয়াক ইচ্ছা। কিন্তু শুভ্রা নিজের কাজের জন্য কোনও অনুশোচনা করছেন না, বরং তাঁর কাজের জন্য তারিফ করছে প্রায় সকলেই।
advertisement
---অর্পণ মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2022 2:37 PM IST